মা ইলিশ রক্ষায় নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে নৌপুলিশ ৯৩ জেলেকে আটক করেছে। হাতিয়া স্টেশন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে বৃহস্পতিবার রাতে টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। 
এ সময় ছয়টি ট্রলার ও ৬১৫ কেজি ইলিশ জব্দ করা হয়, যার আনুমানিক দাম ৪ লাখ ৬১ হাজার ২৫০ টাকা। 
শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ এ তথ্য জানান। জব্দ মাছ উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানায় বিতরণ করা হয়। পরে ট্রলার মালিকদের জরিমানা করা হয়। মুচলেকা নিয়ে আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়। 
প্রতিবছরের মতো এবারও ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ