মা ইলিশ রক্ষায় নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে নৌপুলিশ ৯৩ জেলেকে আটক করেছে। হাতিয়া স্টেশন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে বৃহস্পতিবার রাতে টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় ছয়টি ট্রলার ও ৬১৫ কেজি ইলিশ জব্দ করা হয়, যার আনুমানিক দাম ৪ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।
শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ এ তথ্য জানান। জব্দ মাছ উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানায় বিতরণ করা হয়। পরে ট্রলার মালিকদের জরিমানা করা হয়। মুচলেকা নিয়ে আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়।
প্রতিবছরের মতো এবারও ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আটক
এছাড়াও পড়ুন:
গব্বর থেকে জিম: বদলে যাচ্ছে বলিউডের খলনায়ক
স্বর্ণযুগের খলনায়ক
পঞ্চাশ থেকে সত্তরের দশক—বলিউডের ইতিহাসে খলনায়কের এক উজ্জ্বল সময়। সেই সময়ের সিনেমায় খলনায়কেরা ছিলেন প্রায়ই জমিদার, গুন্ডা, চোরাকারবারি বা সমাজের ক্ষমতালিপ্সু শোষকের প্রতীক। তাঁরা একমাত্রিক হলেও প্রভাব বিস্তারকারী। তাঁদের উপস্থিতি দর্শকের মনে একরকম উত্তেজনা ও আতঙ্ক একসঙ্গে তৈরি করত। প্রাণ, অজিত, কেএন সিং ও আমজাদ খানের মতো অভিনেতারা এই সময়ের খলনায়ক চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছিলেন কিংবদন্তি।