টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতের তারকা ব্যাটসম্যান আজ ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন।

সেখানে তিনি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু জার্সি পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, কখনও কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষা নিয়েছে, গড়েছে, আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারাজীবন বয়ে বেড়াব।’

বিস্তারিত আসছে.

.।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টেস্টে ছাড়তে চান কোহলি, কিন্তু ভারত কি তাঁকে ছাড়বে

ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বিরাট কোহলি বলেছেন তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। কিন্তু বোর্ডের শীর্ষ কর্মকর্তারা তাঁকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের এই সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের সূত্র বলেছেন, ‘তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বোর্ডকে বলেছেন, টেস্ট থেকে সরে দাঁড়াবেন। বিসিসিআই তাঁকে সিদ্ধান্তটি পুর্নবিবেচনার অনুরোধ করেছে। কারণ, সামনে ইংল্যান্ড সফর। এখনো তিনি তাঁর ফিরতি মত জানাননি।’

আরও পড়ুনফোন, মিষ্টি, সিরিশ কাগজ—ক্রিকেটারদের পকেটে যত অস্বাভাবিক জিনিস২ ঘণ্টা আগে

গত বুধবার টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। তারপর কোহলির টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার খবর জানা গেল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। লিডসে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন। ইংল্যান্ড সফরের দল নির্বাচন করতে বিসিসিআইয়ের নির্বাচকেরা কিছুদিনের মধ্যেই আলোচনায় বসবেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত নভেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার–গাভাস্কার ট্রফি থেকেই টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কোহলি। সেই সিরিজে পাঁচ টেস্টে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন কোহলি। সেঞ্চুরি ছিল একটি। ব্যাটে রান–খরার কারণে বোর্ডার–গাভাস্কার ট্রফিতেই সমালোচনা হয়েছিল কোহলিকে নিয়ে। কেউ কেউ টেস্টে তাঁর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

টেস্টে গত পাঁচ বছরে প্রত্যাশার প্রতিদান খুব কমই দিতে পেরেছেন কোহলি

সম্পর্কিত নিবন্ধ

  • বিরাটের টেস্ট অবসর আনুশকাও কল্পনা করেননি 
  • এনসিটিবির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহম্মদ এলতাসউদ্দিন মারা গেছেন
  • কোহলিকে অনুরোধ করেনি বিসিসিআই বরং ‘আনফিট’ বলেছে
  • কোহলিকে টেস্ট থেকে অবসর না নিতে রাজি করানো হবে: ব্রায়ান লারা
  • টেস্ট থেকে রোহিতের অবসর নিয়ে আথারটনের খোঁচা
  • টেস্টকে বিদায় বলতে চান কোহলি, জানিয়েছেন বোর্ডকে
  • টেস্টে ছাড়তে চান কোহলি, কিন্তু ভারত কি তাঁকে ছাড়বে