মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘‘কোনো সন্ত্রাসী বা অপশক্তি আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে পারবে না। এ বিষয়ে পুলিশের সকল ইউনিট তৎপর রয়েছে।’’  

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনার বয়রা পুলিশ লাইনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। এর আগে আইজিপি খুলনার পুলিশ ট্রেনিং সেন্টার (টিটিসি), আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আর আর এফ ও কেএমপিতে চলমান পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ পরিদর্শন করেন।

আরো পড়ুন:

খুলনায় ক্রয়কৃত জমির দখল পেতে খোলা আকাশের নিচে একটি পরিবার

খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

পুলিশ প্রধান বাহারুল আলম বলেন, ‘‘বিগত তিনটি নির্বাচনে পুলিশকে বিতর্কিত করা হয়েছে। পক্ষপাতিত্ব ও অন্যায় করতে বাধ্য করা হয়েছে। বিগত দিনের সকল ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে পুলিশ।  এ কারণে পুলিশের সকল ইউনিটের সদস্যদের ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত করা হচ্ছে।’’

প্রেস ব্রিফিংয়ে মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম আরো বলেন, ‘‘বর্তমান সরকার চাচ্ছে, একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন। ফলে এবারের নির্বাচনে পুলিশের দায়িত্ব ও কর্তব্য অনেক।’’ 

আইজিপি বলেন, ‘‘মানুষ নির্বাচনের জন্য উদগ্রিব হয়ে আছে। পুলিশের একার পক্ষে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না। এ জন্য সকলের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে।’’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘‘স্বাধীনতার নামে আপনি কতটুকু করতে বা লিখতে পারবেন, সে বিষয়েও আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে।’’ 

সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘‘৫ আগস্টের পরে কাউকে মিথ্যা মামলায় জড়ানো হলে তাদের ১৭৩ অধ্যাদেশের মাধ্যমে অব্যহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা থেকে আদালতে সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ডিএমপিকে দুই সহস্রাধিক ব্যক্তিকে মামলায় হয়রানি না করার জন্য বলা হয়েছে।’’

প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক ও কেএমপি কমিশনার মো.

জুলফিকার আলী হায়দারসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর খ লন আইজ প

এছাড়াও পড়ুন:

অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না: আইজিপি

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘‘কোনো সন্ত্রাসী বা অপশক্তি আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে পারবে না। এ বিষয়ে পুলিশের সকল ইউনিট তৎপর রয়েছে।’’  

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনার বয়রা পুলিশ লাইনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। এর আগে আইজিপি খুলনার পুলিশ ট্রেনিং সেন্টার (টিটিসি), আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আর আর এফ ও কেএমপিতে চলমান পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ পরিদর্শন করেন।

আরো পড়ুন:

খুলনায় ক্রয়কৃত জমির দখল পেতে খোলা আকাশের নিচে একটি পরিবার

খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

পুলিশ প্রধান বাহারুল আলম বলেন, ‘‘বিগত তিনটি নির্বাচনে পুলিশকে বিতর্কিত করা হয়েছে। পক্ষপাতিত্ব ও অন্যায় করতে বাধ্য করা হয়েছে। বিগত দিনের সকল ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে পুলিশ।  এ কারণে পুলিশের সকল ইউনিটের সদস্যদের ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত করা হচ্ছে।’’

প্রেস ব্রিফিংয়ে মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম আরো বলেন, ‘‘বর্তমান সরকার চাচ্ছে, একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন। ফলে এবারের নির্বাচনে পুলিশের দায়িত্ব ও কর্তব্য অনেক।’’ 

আইজিপি বলেন, ‘‘মানুষ নির্বাচনের জন্য উদগ্রিব হয়ে আছে। পুলিশের একার পক্ষে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না। এ জন্য সকলের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে।’’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘‘স্বাধীনতার নামে আপনি কতটুকু করতে বা লিখতে পারবেন, সে বিষয়েও আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে।’’ 

সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘‘৫ আগস্টের পরে কাউকে মিথ্যা মামলায় জড়ানো হলে তাদের ১৭৩ অধ্যাদেশের মাধ্যমে অব্যহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা থেকে আদালতে সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ডিএমপিকে দুই সহস্রাধিক ব্যক্তিকে মামলায় হয়রানি না করার জন্য বলা হয়েছে।’’

প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক ও কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত নিবন্ধ