সোনারগাঁ উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের নবগঠিত ৫১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার কাচঁপুর এলাকায় আহ্বায়ক কমিটির আহবায়ক হিসেবে বুলবুল আহমেদ ও সদস্য সচিব হিসেবে আব্দুর রহিম সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সদস্য সচিব সালমান আহম্মেদ রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব হাজী মো: মজিবুর রহমান। এসময় প্রধান অতিথি মজিবুর রহমান বক্তব্যে বলেন,স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতার লোভে এদেশের মানুষকে অত্যাচার করে এখন ভারতে পালিয়ে গিয়েও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রেখে তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন,যুগ্ম আহবায়ক আবু সাঈদ, পৌরসভা তাঁতীদলের সভাপতি আকবর হোসেন,সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স ন রগ দল র স উপজ ল সদস য

এছাড়াও পড়ুন:

গাজীপুরে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ৩ আ.লীগ নেতা আটক

গাজীপুর পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তারা নাশতার সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। এসময়ে তাদের হেফাজত থেকে একটি পেট্রোল বোমা তৈরির মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে (১২ নভেম্বর) সদর উপজেলার বাঘেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নোমান আহম্মেদ (২৪), ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক বানিয়ারচালা গ্রামের বাবুল হোসেনের ছেলে আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার মোতালেব শেখের ছেলে রাসেল আহম্মেদ (৩২)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রোল বোমা তৈরি করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা তাদের ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আজিমের মাছের খামারের পাশ থেকে তাদের আটক করে। এসময়ে তাদের কাছ থেকে পেট্রোল বোমা তৈরীর সরঞ্জাম, ৩০০ মিলিগ্রাম পেট্রোল ও সাদা প্লাষ্টিকের সাদা চিকন পাইপ উদ্ধার করা হয়।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের তিন নেতা যানবাহনে নিক্ষেপের উদ্দেশ্যে পেট্রোলবোমা তৈরি করছিল। খবর পেয়ে থানা পুলিশ তাদের আটক করে।”

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ অহমেদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লায় আওয়ামী লীগকে প্রতিহত করতে রিয়াদ চৌধুরীর নির্দেশে বিক্ষোভ
  • মানিকগঞ্জে স্কুলবাসে আগুন 
  • সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান ভেজাল কোমল পানীয় জব্দ, কারখানা সিলগালা : ১ জনের দণ্ড
  • আ’লীগের ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে জামায়াতের বিক্ষোভ
  • আওয়ামী লীগের 'আগুন সন্ত্রাসের' প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের অবস্থান,  বিক্ষোভ মিছিল
  • আ’লীগের ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
  • পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অবরোধ, ট্রাকে আগুন, আটক ২
  • গাজীপুরে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ৩ আ.লীগ নেতা আটক
  • রিয়াদ চৌধুরীর নেতৃত্বে ফতুল্লায় বিএনপির মিছিল