বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে
Published: 15th, November 2025 GMT
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়ার (৩৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম। শুনানি শেষে আদালত লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুনরাজশাহীতে বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: ময়নাতদন্ত শেষে চিকিৎসক১৪ নভেম্বর ২০২৫গাজিউর রহমান বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লিমন মিয়াকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেয়। এরপর তাঁকে আদালতে হাজির করা হয়। পরে বেলা ২টার দিকে তাঁকে আদালতে তোলা হয়। রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে তাঁকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে। সেখানে তাঁকে ওই ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ বলছে, গত বৃহস্পতিবার রাজশাহী শহরের তেরখাদিয়া ডাবতলা এলাকায় ওই বিচারকের বাসায় যান গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা লিমন মিয়া। এরপর তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেন। লিমনের ছুরিকাঘাতে ওই বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও (৪৪) আহত হন। এসব ঘটনার সময় ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে লিমনও আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গতকাল শুক্রবার লিমন মিয়াকে একমাত্র আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন বিচারক মোহাম্মদ আবদুর রহমান। আসামি এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিতভাবে ঘটিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনরাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত১৩ নভেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল মন ম য় ব চ রক র র রহম ন জ র কর
এছাড়াও পড়ুন:
বিপিএলের নিলামে দেশি খেলোয়াড়দের বাজেট সাড়ে ৪ কোটি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম আগামী ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে। আগামী ২১ নভেম্বর এই নিলাম থাকলে ফ্রাঞ্চাইজিদের অনুরোধে নিলাম দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে, নিলামের সাম্ভাব্য তারিখ ছিল ১৭ নভেম্বর। প্রস্তুতিতে সময় দেওয়ায় বারবার পেছাচ্ছে খেলোয়াড়দের দলে ভেড়ানোর প্রক্রিয়া, নিলাম।
আরো পড়ুন:
বিপিএলের নিলামের আদ্যোপান্ত
ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলবেন তাসকিন!
বিপিএলের নিলাম নিয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) রাইজিংবিডি খবর প্রকাশ করেছিল। যেখানে নিলামের খবর আগেভাগেই জানানো হয়েছিল। মঙ্গলবার বিসিবি আনুষ্ঠানিকভাবে নিলামের দিনক্ষণ, প্রক্রিয়া জানিয়েছে।
দলগুলোতে স্থানীয় ক্রিকেটার থাকতে পারবে সর্বোচ্চ ১৫ জন। বিদেশি ক্রিকেটার অগণিত। স্থানীয়দের জন্য বাজেট থাকবে ৪ কোটি ৫০ লাখ টাকা। এই বাজেট সরাসরি সাইনিং করা খেলোয়াড়দের বাইরে। নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকবে। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য থাকবে ৫০ লাখ টাকা। প্রতিটি ডাকে মূল্য বাড়ানো যাবে ৫ লাখ টাকা। ফলে ফ্রাঞ্চাইজিদের হিসেব কষেই দল বাছাই করতে হবে।
বিদেশি ক্রিকেটারদের জন্য নিলামে সর্বোচ্চ বাজেট ৩ লাখ ৫০ হাজার ডলার। যার মধ্যে সরাসরি সাইনিং করানো খেলোয়াড়দের দামও থাকবে। নিলামের আগে সরাসরি সাইনিং করানোর সুযোগ রয়েছে। নিলাম থেকে কিনতে হবে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার। স্থানীয় ক্রিকেটার নিতে হবে সর্বনিম্ন ১১ জন। স্থানীয় ক্রিকেটারদের মতো বিদেশিদের নিলামেও সর্বোচ্চ ৫ হাজার ডলার করে বাড়ানো যাবে।
স্থানীয় ক্রিকেটারদের জন্য পারিশ্রমিকের ছয়টি ক্যাটাগরি করেছে বোর্ড। এ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ লাখ। এরপর যথাক্রমে ৩৫, ২২, ১৮, ১৪ ও ১১ লাখ।
নিলামে এখানেও কিছু নিয়ম আছে। এ ক্যাটাগরি থেকে খেলোয়াড় নিতে হবে অন্তত একজন। বি ক্যাটাগরি থেকে দুইজন, সি ও ডি ক্যাটাগরি থেকে তিন জন করে, ই ও এফ ক্যাটাগরি থেকে অন্তত দুজন করে খেলোয়াড় নিতে হবে।
বিদেশি খেলোয়াড়দের জন্য পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে। এ ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ হাজার ডলার। এরপর রয়েছে বি, সি, ডি এবং ই। পারিশ্রমিক যথাক্রমে ২৫, ২০, ১৫ ও ১০ হাজার ডলার।
ঢাকা/ইয়াসিন/মেহেদী