লংমার্চে লাঠিপেটার পর বিক্ষোভ, রাতেও অবস্থানের ঘোষণা
Published: 15th, May 2025 GMT
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লংমার্চ পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়ার পর রাতেও বিক্ষোভে করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লংমার্চ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে প্রায় অর্ধশত শিক্ষক–শিক্ষার্থী আহত হন। পরে পুলিশের হামলার বিচার ও তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। দাবি পূরণের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার তিন দফা দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার পর লংমার্চ ছত্রভঙ্গ হয়ে যায়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৪৮ কোটি ডলারের নতুন বিনিয়োগ বেপজায়
চলতি ২০২৪-২৫ অর্থবছরের এ পর্যন্ত মোট ৪৮ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৮৫৬ কোটি টাকার নতুন বিনিয়োগ হয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে। বিনিয়োগকারী ৩২টি প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে জমির বন্ধকি (লিজ) চুক্তি স্বাক্ষর করেছে।
মঙ্গলবার বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বেপজা জানিয়েছে, এর মধ্যে গতকাল মঙ্গলবার চীনা কোম্পানি কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি ৪৫ লাখ ডলার বিনিয়োগ করার অংশ হিসেবে বেপজার সঙ্গে একটি লিজ চুক্তি স্বাক্ষর করেছে। কোম্পানিটি ঈশ্বরদী ইপিজেডে একটি প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ কারখানা স্থাপন করবে।
বেপজা সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে ৪৮ কোটি ডলারের বিনিয়োগের জন্য বেপজার আওতাধীন প্লট ৩০ বছর মেয়াদে লিজ নিয়েছে। সিংহভাগ বিনিয়োগ আসছে বিদেশিদের থেকে, যার বেশির ভাগ চীনা বিনিয়োগকারী। চলতি অর্থবছরে ৪৮ কোটি ডলার বিনিয়োগের পুরোটা নতুন। বেশির ভাগ কোম্পানি প্রথমবারের মতো কারখানা স্থাপন এবং কয়েকটি কোম্পানি বিদ্যমান কারখানার সঙ্গে নতুন ইউনিট গড়তে নতুন জমি বরাদ্দ নিয়েছে। এরই মধ্যে বেশ কিছু কোম্পানি কারখানা স্থাপন শুরু করেছে। আগামী এক থেকে তিন বছরের মধ্যে কোম্পানিগুলো উৎপাদনে আসবে বলে আশা করছে বেপজা।