কিরণ রাও নির্মিত আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’। এতে ফুল চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান নীতাংশি গোয়েল। ৭৮তম কান চলচ্চিত্রে উৎসবের লাল গালিচায় প্রথমবার পা রাখলেন এই অভিনেত্রী। শুরুতেই তার দুর্দান্ত ফ্যাশন স্টেটমেন্ট নজর কেড়েছে।

কান উৎসবের তৃতীয় দিনে ডোমিনিক মলের ‘দোসি ১৩৭’ সিনেমার প্রিমিয়ারে যোগ দেন নীতাংশি গোয়েল। ফরাসি ক্রাইম-ড্রামা ঘরানার সিনেমাটির প্রদর্শনীতে এ অভিনেত্রী পরেছিলেন কাস্টমাইজড ব্ল্যাক অ্যান্ড গোল্ড গাউন। এটি ডিজাইন করেন জোড়ি মনিকা অ্যান্ড কারিশমা।

গাউনটির কোরসেট বডিসে ছিল সোনালি ফুলের মোটিফ এবং নিচের অংশে ম্যাক্রামে ও তুলের কারুকাজ। ডিজাইনার মনিকা শাহ বলেন, “নীতাংশির মধ্যে যে কোমলতা আর চোখের দীপ্তি আছে, তা ফুটিয়ে তুলতেই এই ফ্যান্টাসি গাউন তৈরি করা হয়েছে।”

আরো পড়ুন:

‘জলে সন্তান জন্ম দিয়ে অনেক কটাক্ষের শিকার হয়েছি’

আবার একসঙ্গে আমির-হিরানি

রেড কার্পেটের আগেই, কানের ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধনে উপস্থিত হন নীতাংশি। সেখানে পরেছিলেন মুক্তার কাজ করা আইভরি রঙের কাস্টম প্রি-ড্রেপড শাড়ি। চুলের বেণিতে হেয়ার অ্যাকসেসরিস। তাতে শোভা পাচ্ছে বলিউডের কিংবদন্তিদের প্রতিকৃতি। এ তালিকায় রয়েছেন— মধুবালা, রেখা, শ্রীদেবী, হেমা মালিনীর ছবি। আন্তর্জাতিক মঞ্চে তার এই শ্রদ্ধা প্রশংসা কুড়াচ্ছে।

কানের আসরে গণমাধ্যমকে নীতাংশি গোয়েল বলেন, “আমার পেটের ভিতর এখন প্রজাপতি উড়ছে! আমি সেই মেয়ে, যে স্বপ্ন দেখা মেয়েদের সাহস দিতে পারে। এটা আমার মুহূর্ত— আর আমি চাই এই মুহূর্তটা অন্যদেরও স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করুক।”

২০০৭ সালের ১২ জুন উত্তরপ্রদেশের নদিয়াতে জন্মগ্রহণ করেন নীতাংশি গোয়েল। মজার বিষয় হলো— ১৭ বছর বয়সি এই অভিনেত্রীকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন ১০.

৭ মিলিয়ন মানুষ।

‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয় করার আগে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ তালিকায় রয়েছে— এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, মাসুম সাওয়াল, ময়দান, ইনসাইড এজ, ইন্দু সরকার প্রভৃতি। তা ছাড়া কত্থক নাচেও প্রশিক্ষণ নিয়েছেন এই কিশোরী অভিনেত্রী।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

পাঠাও নিয়ে এল ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন

বাংলাদেশের মানুষের হাত ধরে তৈরি বহুল জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড ‘পাঠাও’ এবার নিয়ে এল ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন। ১৪ থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে চলবে এই উৎসব, যেখানে পাঠাও দিচ্ছে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, ৫০ হাজার টাকা মূল্যের গিফট জেতার সুযোগসহ অনেক আকর্ষণীয় অফার।

মে মাসজুড়ে পাঠাও ব্যবহারকারীরা রাইড এবং ফুডের ওপর সর্বমোট ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ‘পাঠাও বাইক’-এ ৩টি রাইডে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট (প্রতি রাইডে ১০০ টাকা করে), ‘পাঠাও কার’-এ ৩টি রাইডে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট (প্রতি রাইডে ১০০ টাকা করে) এবং ‘পাঠাও ফুড’-এ পাঁচটি অর্ডারে সর্বমোট এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, প্রতি অর্ডারে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

এ ছাড়া ‘পাঠাও কার’ ইন্টারসিটি রাইডে রয়েছে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সঙ্গে থাকছে প্রতিদিন নতুন অফার, সারপ্রাইজ ফ্ল্যাশ ডিলসহ আরও অনেক কিছু।

‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইনে পাঠাও অ্যাপে প্রতিটি লেনদেনে পাওয়া যাবে ডাবল পাঠাও পয়েন্টস, মানে প্রতিটি অর্ডার বা রাইডেই আপনার পয়েন্ট বাড়বে দ্বিগুণ!

উৎসবের আনন্দ আরও বাড়াতে পাঠাও কুরিয়ার সার্ভিসেও থাকছে দারুণ অফার। ফ্রি ডেলিভারির পাশাপাশি পাঠাও বাইক, কার ও ফুড-এর কুপন, পার্টনার ব্র্যান্ডদের ডিসকাউন্ট এবং লাকি ইউজারদের জন্য রয়েছে মেগা ভাউচার ও স্পেশাল পুরস্কার।

‘পাঠাও শপ’-এ পেয়ে যাবেন হেডগিয়ার এর মতো দেশীয় পছন্দের ব্র্যান্ড থেকে পাঠাও-এর কোলাবরেশনে দেশি মার্চেন্ডাইজ।

আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে ‘বিগ বক্স’। এতে থাকবে একটি পাবলিক উইশবোর্ড, যেখানে ব্যবহারকারীরা তাঁদের সব ইচ্ছা লিখতে পারবেন। এই উইশবোর্ড থেকে নির্বাচিত ১০ জন ভাগ্যবান ব্যবহারকারীর ইচ্ছা পূরণ করবে ‘পাঠাও’!

দেশি আনন্দকে আরও জমজমাট করতে ‘পাঠাও’ নিয়ে আসছে একটি ইন্টারঅ্যাকটিভ কুইজ গেম। ‘পাঠাও কার’-এর ফ্ল্যাপে এবং বিগ বক্স-এর পাশে থাকবে একটি কিউআর কোড। স্ক্যান করলেই পাওয়া যাবে মজার মজার প্রশ্ন। সঠিক উত্তর দিলেই পাবেন পয়েন্ট, আর সেই পয়েন্ট দিয়ে থাকবে ৫০ হাজার টাকা মূল্যের উপহার জেতার সুযোগ।

ক্যাম্পেইনটি প্রসঙ্গে পাঠাও–এর ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) আবরার হাসনাইন বলেন, দেশি অ্যাপ হিসেবে পাঠাও ১০ বছর ধরে আমাদের দেশের মানুষের প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করে আসছে। ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেলিব্রেট করছি আমাদের দেশি প্রাইড, কালচার আর একসঙ্গে থাকার আনন্দ। যা ফুটে উঠছে আমাদের রাইড শেয়ারিং, ফুড আর প্রোডাক্ট ডেলিভারিসহ প্রতিদিনের ছোট ছোট গল্পগুলোতে।

‘চলো দেশি ভাইব-এ’ হলো দেশীয় প্রাইড আর একসঙ্গে উদ্‌যাপনের আনন্দ। এই মে মাসে রাইড দিন, খাবার অর্ডার করুন, প্রিয়জনকে পার্সেল পাঠান, আর পাঠাও-এর সঙ্গে চলুন দেশি ভাইবে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত ‘পাঠাও’ এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে, যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩ লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫ লাখেরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদে ১০ দিনের ছুটির ভালো-মন্দ
  • ১৭ বছর পর জোলিময় হয়ে উঠলো কানের লাল গালিচা
  • ১৭ বছর পর লাল গালিচায় হয়ে উঠলো জোলিময়
  • কানে নতুন পরিচয়ে ক্রিস্টেন স্টুয়ার্ট, নজর কাড়লেন ফটোকলে
  • নতুন পরিচয়ে ক্রিস্টেন স্টুয়ার্ট, নজর কাড়লেন ফটোকল ইভেন্টে 
  • মধুখালীর আগাম লিচুতে খরার ধাক্কা, তবু চাষিদের মুখে উৎসবের হাসি
  • পাঠাও নিয়ে এল ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন
  • অস্থির সময়ও মানুষ বিনোদন চায়: ফেরদৌস ওয়াহিদ
  • অস্থির সময়েরও মানুষ বিনোদন চায়: ফেরদৌস ওয়াহিদ