বল বীর- আমি চির-উন্নত শির! – এই একটি লাইন দিয়েই যিনি প্রতিটি বাঙালির শিরে ঠাঁই করে নিয়েছেন, অধিকার করেছেন আমাদের মন ও মননকে, শাণিত করে চলেছেন বাঙালির চেতনাবোধ, তিনি কবি কাজী নজরুল ইসলাম। নজরুল যেমন আমাদের বিদ্রোহে আছেন, একই সাথে আছেন প্রেমের অনুভবেও। তার কবিতায় তিনি ঘোষণা করে গেছেন - মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তুর্য্য। সুতরাং যতদিন বাঙালির বুকে প্রেম আর দ্রোহের অনুভব বিদ্যমান আছে, ততদিন নজরুলকে আমরা উদযাপন করব আমাদের গৌরবে।

কবি কাজী নজরুলের জন্মোৎসবে সেই গৌরব উদযাপনের আকাঙ্ক্ষা নিয়েই দেশের শীর্ষস্থানীয় দেশীয় পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’ তাদের পোশাকে নজরুলের চেতনা সমৃদ্ধ কবিতার লাইন ব্যবহার করে কবিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে আর আমাদেরকেও এই উদযাপনে সামিল হতে যেন উদ্বুদ্ধ করে তোলার আয়োজন সম্পন্ন করেছে। সেই লক্ষ্যে রঙ বাংলাদেশের আউটলেটগুলোতে প্রবেশ করলেই পাওয়া যাবে কবির কবিতা সংবলিত টিশার্ট, শাড়ি, পাঞ্জাবি। যারা নজরুল জন্মোৎসবের উদযাপন প্রিয় মানুষটিকে সাথে নিয়ে উপভোগ করতে চান তাদের জন্যে রয়েছে শাড়ি ও পাঞ্জাবির ম্যাচিং কাপল সেট।

বরাবরের মতোই রঙ বাংলাদেশ এবারও মনোযোগী ছিল সূতা, রঙ আর সেইলাইয়ের উন্নতমানটি ধরে রাখতে। ভুলে যায়নি আরাম ও স্বস্তির ব্যাপারটিও।  নজরুলকে নিয়ে পোশাকের এই সমাহার গ্রাহককে সন্তুষ্ট করে তুলতে সক্ষম হবে এমন আশা সংশ্লিষ্টদের। 

ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাবে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী আয়োজনের পোশাক। নজরুল জন্মোৎসব আয়োজনকে ঘিরে যেকোন অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে রঙ বাংলাদেশ এর পোশাক। চাইলে ঘরে বসেও কেনাকাটা করতে পারেন প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইট থেকে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম দ র নজর ল

এছাড়াও পড়ুন:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার প্রদান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বৈধ পথে রেমিট্যান্স প্রবাহকে উৎসাহ দিতে এবং প্রবাসী গ্রাহকদের সম্মাননা জানাতে ঈদুল আজহা রেমিট্যান্স ক্যাম্পেইন-২০২৫ এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। 

বুধবার (২ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে নির্বাচিত তিনজন গ্রাহক ও তিনজন কর্মকর্তাকে পুরস্কার দেন।

মো. রাফাত উল্লা খান পুরস্কারপ্রাাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সব সময় দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে গুরুত্ব দিয়ে থাকে। আমাদের প্রবাসী ভাই-বোনেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরো উৎসাহিত করবে।” 
ব্যাংকের নবীনগর শাখার গ্রাহক মো. আবদুল্লাহ, ফেনী শাখার আমেনা আক্তার সুলতানা ও যাত্রাবাড়ী শাখার মো. মাসুকুর রহমান এবং বুল্লা বাজার এজেন্ট আউটলেটের মো. ফয়জুল ইসলাম খান, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মো. কায়সার খান ও নোয়াপাড়া বাজার এজেন্ট আউটলেটের মো. আশরাফুল আলম পুরস্কার গ্রহণ করেন। 

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, মো. মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মীর মোহাম্মদ হাসানুল জাহেদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার প্রদান