নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারক চক্র শিক্ষার্থী ভর্তির নামে অবৈধ কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতারণা এড়াতে এসব প্রলোভনে পা না দেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে ইউজিসি।

আরও পড়ুনবিশ্ববিদ্যালয় শিক্ষকের চ্যাটজিপিটি ব্যবহার, ক্ষুব্ধ শিক্ষার্থী ফেরত চাইলেন টিউশন ফি৩ ঘণ্টা আগে

আজ রোববার (১৮ মে) ইউজিসির এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগসহ কোনো প্রশাসনিক কিংবা একাডেমিক কার্যক্রম এখনো শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র নামের একটি ভুয়া ওয়েবসাইট চালু করে সেখানে ভুয়া তথ্য দিয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালানোর চেষ্টা করছে। ইতিমধ্যে ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ ওয়েবসাইটটি পর্যালোচনা করে দেখতে পেয়েছে, এতে ‘ভিসি’র নামে ভারতের কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপনার ছবি।

ইউজিসি জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে। কেউ যেন বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ভর্তিসংক্রান্ত কার্যক্রমে অংশ না নেন, সে জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনপ্রাথমিকে ছুটি কমিয়ে পাঠদানের সময় বাড়ানোর পরিকল্পনা হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা১৭ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউজ স

এছাড়াও পড়ুন:

ছাত্র আন্দোলন : গুলিতে নিহত শিশু রিয়ার মৃত্যুর এক বছর পর মামলা, বাদী পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে নিজ বাসার ছাদে গুলিতে নিহত ছয় বছর বয়সী রিয়া গোপের মৃত্যুর প্রায় এক বছর পর পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক আবু রায়হান বাদী হয়ে আওয়ামী লীগের অজ্ঞাতপরিচয় ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি করেন।

রিয়া গোপ নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল। গত বছর সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিও হয়েছিল। পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির পরিবার মামলা করতে রাজি না হওয়ায় তারা হত্যা মামলাটি করেছে।

আরও পড়ুনবাসার ছাদে বাবার কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি২৫ জুলাই ২০২৪

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় মিছিল বের করেন শিক্ষার্থীরা। ওই দিন বিকেল চারটার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০-২০০ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। একপর্যায়ে তাদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয় রিয়া। ওই সময় সে নয়ামাটি এলাকার নিজ বাড়ির পাঁচতলা ছাদে খেলছিল। ওই অবস্থায় রিয়ার মাথায় গুলিটি লাগে। তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৪ জুলাই মারা যান রিয়া।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শিশু রিয়া গোপের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে মামলা করতে বলা হলেও মামলা করতে রাজি হয়নি কেউ। এ কারণে পুলিশ বাদী হয়ে হত্যা মামলাটি করেছে।

এ বিষয়ে জানতে রিয়া গোপের বাবা দীপক কুমার গোপের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

সম্পর্কিত নিবন্ধ

  • শেখ হাসিনার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে আরও ২ হত্যা মামলা
  • লটারিতে বিজয়ী নির্ধারণ করলেন তারকারা, কারা পেলেন পুরস্কার
  • নারায়ণগঞ্জ জেলা হিন্দু মহাজোটের কমিটি ঘোষণা
  • জাহিদুল হক বাঁধন এর নেতৃত্বে সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তি কর্মসূচী 
  • নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে মহিলা দলের শুভেচ্ছা
  • আমাদের দায়িত্ব দলের শক্তি আরও বহুগুণ বৃদ্ধি করা : মামুন মাহমুদ
  • শামীম. সেলিম ও আইভীর প্রেতাত্মারা যাতে সদস্য হতে না পারে : সাখাওয়াত 
  • ১৬নং ওয়ার্ড বিএনপি'র সদস্য ফরম বিতরণ 
  • নারায়ণগঞ্জকে গ্রীন সিটিতে পরিনত করার চেষ্টা করছি : ডিসি  
  • ছাত্র আন্দোলন : গুলিতে নিহত শিশু রিয়ার মৃত্যুর এক বছর পর মামলা, বাদী পুলিশ