দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ আমিনুল হাকিম ও নাজমুল করিম ভূঁইয়া। গত শনিবার রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আইএসপিএবির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন করে মোট ১৩ জন নির্বাচিত হন।

আজ সোমবার বিজয়ী ১৩ পরিচালকের মধ্যে পদ বণ্টন করে নতুন কমিটির ঘোষণা দেন আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিএবি।

আইএসপিএবির নতুন কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব–১ মাহবুব আলম, যুগ্ম মহাসচিব–২ ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন ও কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ। পরিচালক হয়েছেন রাশেদুর রহমান, মো.

মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম, মো. জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কম ট র ইসল ম

এছাড়াও পড়ুন:

ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষেধ: আইএসপিআর

ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা সমাবেশসহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। 

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ আগামীকাল ১৮ মে (রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেটসংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভারসংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকায় ‘সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ’ করা হল।

সম্পর্কিত নিবন্ধ

  • দেশের নাম ও চার মূলনীতি পরিবর্তনসহ বেশ কিছু প্রস্তাবে দ্বিমত সিপিবির
  • উপজেলা আ’লীগের সহসভাপতি এখন মুক্তিযোদ্ধা দলের সভাপতি
  • নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে: সিপিবি
  • ডিমলায় শাহরিন ইসলামকে গণসংবর্ধনা
  • বিজয় সরণি, কচুক্ষেত সড়কসহ কিছু এলাকায় সভা-মিছিল নিষিদ্ধ করল ডিএমপিও
  • সাংগঠনিক শৃঙ্খলা মেনে নেতা-কর্মীদের কাজ করার নির্দেশনা
  • রোববার থেকে কিছু এলাকায় সভা, মিছিল নিষিদ্ধের কথা জানাল আইএসপিআর
  • ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষেধ: আইএসপিআর
  • এফবিসিসিআইর নির্বাচন করতে পারবেন না সাবেক অনেক পরিচালক