লক্ষ্ণৌকেও ডোবাল আগেই ডুবে যাওয়া হায়দরাবাদ
Published: 19th, May 2025 GMT
ম্যাচ জেতো, প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখো—এই মন্ত্র নিয়েই আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নেমেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে মন খারাপ করেই মাঠ ছাড়তে হলো লক্ষ্ণৌকে। লক্ষ্ণৌর দেওয়া ২০৬ রানের লক্ষ্য ১০ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে ম্যাচটি জিতে গেছে আগেই প্লে-অফের স্বপ্ন বিসর্জন দেওয়া হায়দরাবাদ।
ওপেনার মিচেল মার্শ ও এইডেন মার্করামের গড়ে দেওয়ার ভিত্তির ওপর দাঁড়িয়ে ৭ উইকেটে ২০৫ রান করেছিল লক্ষ্ণৌ। মার্শ ৩৯ বলে ৬৫ ও মার্করাম ৩৮ বলে ৬১ রান করেন। ১০.
এরপর দলটির হয়ে যা করার একাই করেছেন নিকোলাস পুরান। ২৬ বলে ৪৫ রান করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান। শেষ ২ ওভারে ৩৫ রান তোলে লক্ষ্ণৌ। হায়দরাবাদের পেসার হর্শাল প্যাটেল এইডেন মার্করামকে বোল্ড করে আইপিএল ক্যারিয়ারের ১৫০তম উইকেট পেয়েছেন। ২৩৮১তম বলে ১৫০তম উইকেট পেয়েছেন হর্শাল। আইপিএলে সবচেয়ে কম বলে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড এটি। ২৪৪৪তম বলে ১৫০ উইকেট নিয়ে আগের রেকর্ডটি শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গার।
রান তাড়ায় হায়দরাবাদ দ্বিতীয় ওভারে ১৭ রানে হারায় ওপেনার অথর্ব তাইদেকে (১৩)। আরেক ওপেনার অভিষেক শর্মা এরপর ঈশান কিষানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৫ বলেই যোগ করেন ৮২ রান। ২০ বলে ৬ ছক্কায় ৫৯ রান করে অভিষেকের বিদায়ে ভাঙে জুটি।
অভিষেক ৫০ ছুঁয়েছেন ১৮ বলে। আইপিএল ক্যারিয়ারে চতুর্থবার ২০ বলের কমে ফিফটি ছুঁলেন ভারতীয় ওপেনার। ২০ বলের কমে সবচেয়ে বেশিবার ৫০ ছোঁয়ার রেকর্ডে নিকোলাস পুরানের রেকর্ড ছুঁয়েছেন অভিষেক।
অভিষেকের বিদায়ের পর কিষান (২৮ বলে ৩৫), হাইনরিখ ক্লাসেন (২৮ বলে ৪৭) ও কামিন্ডু মেন্ডিসরা (২১ বলে ৩২) ব্যাটন তুলে নেন হাতে।
এই জয়ের পরও ১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ আছে আটে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌর আছে সাতে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য়দর ব দ র র কর ড ম র কর ম লক ষ ণ র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
আগের দিন রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১১ রানের ইনিংস খেলেই ভারতের সাবেক অধিনায়ককে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে কেড়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম ৫০ ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন বাবরের সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি পাওয়া বাবরের ইনিংসে ভর করেই লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিটা ৪ উইকেট জিতেছে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা পাকিস্তান জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েই সিরিজ জিতল পাকিস্তান।
টসে হেরে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করে ১৩৯ রান। রানটা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।
রান তাড়ায় ইনিংসের ১১তম বলে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাবর ব্যাটিংয়ে নামেন এরপরই। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে যোগ করেন আরও ৭৬ রান। ২৬ বলে ৩৩ রান করে পাকিস্তান অধিনায়ক সালমান যখন ফেরেন ২৭ বলে ২০ রান দরকার পাকিস্তানের।
৫ রান যোগ হওয়ার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বাবর ৪৭ বলে ৯ চারে ৬৮ রান করা বাবর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১৫ রানের প্রয়োজন মেটাতে গিয়ে আরও ২ উইকেট হারিয়ে জয়ের অপেক্ষা একটু লম্বা করেছে পাকিস্তান।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। এ ছাড়া অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও অলরাউন্ডার করবিন বশ ২৩ বলে করেন ৩০ রান। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার ফয়সালাবাদে।
সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৯/৯ (হেনড্রিকস ৩৪, বশ ৩০*, ফেরেইরা ২৯, ব্রেভিস ২১; আফ্রিদি ৩/২৬, তারিক ২/২৬, ফাহিম ২/২৮)।পাকিস্তান: ১৯ ওভারে ১৪০/৬ (বাবর ৬৮, সালমান ৩৩, ফারহান ১৯; বশ ২/২৪, উইলিয়ামস ২/২৬)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।