সেন্ট্রাল রোডে তরুণকে কোপানোর ভিডিও ভাইরাল, ভুক্তভোগী বিএনপির কর্মী
Published: 20th, May 2025 GMT
জনবহুল সড়কে গাড়ি চলছে, পথচারারীরাও হাঁটছেন, এমন একটি সড়কে ধারালো অস্ত্র হাতে তিনজন মিলে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কোপাচ্ছেন। কোপানোর পর এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেল, গত রোববার রাত সাড়ে ১১টায় রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলির প্রবেশমুখে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ব্যক্তির নাম সাইফ হোসেন মুন্না। তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির একজন কর্মী। তিনি এখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
পুলিশ জানায়, রোববার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইফ হোসেনের গতি রোধ করেন মামুন নামের এক ব্যক্তি। তখন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন এম সি শুভ ও রানা নামের দুজন। আরেকটি মোটরসাইকেলে আসেন মোবারক নামের একজন। সাইফকে ওপরে তুলে মাটিতে ফেলে দেন মামুন। আর শুভ মোটরসাইকেল থেকে নেমে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। পরে তাঁর সঙ্গে আরও দুজন যুক্ত হন। কোপানোর পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশের নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। কোপানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও জানান ওসি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমাকে হত্যার হুমকি দিচ্ছে: মিষ্টি জান্নাত
হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। সোমবার (১৯ মে) রাতে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এমন গুরুতর অভিযোগ করেন এই অভিনেত্রী।
ঘটনার বর্ণনা দিয়ে মিষ্টি জান্নাত লেখেন, “গতকাল থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ করে, কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে।”
মিথ্যা মামলায় নাম জড়ানোর হুমকি পাচ্ছেন মিষ্টি। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, “আর নাম্বার ব্লক করে দিলে অন্য নাম্বার থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।”
আরো পড়ুন:
২৮৭ কোটি টাকা ছাড়িয়ে অজয়ের সিনেমার আয়
সুইসাইড করার মতো কোনো ইস্যু আমার জীবনে নাই: পরীমণি
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। এ মামলায় শোবিজ অঙ্গনের একঝাঁক তারকার নাম রয়েছে। তাদেরই একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
গত রবিবার থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ তার জামিন মঞ্জুর হয়েছে। এরই মধ্যে মিষ্টি জান্নাতের অভিযোগ উদ্বেগ বাড়িয়েছে তার ভক্তদের মনে।
ভক্ত-অনুরাগীরা আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন মিষ্টি জান্নাতকে। তবে এ বিষয়ে তার সিদ্ধান্তের কথা এখনো জানাননি এই নায়িকা।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক। রাজধানীতে তার একটি ক্লিনিকও রয়েছে।
ঢাকা/শান্ত