প্রতিনিয়ত পেশাজীবীরা অনলাইনে বিদেশের বিভিন্ন সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণ করেন। এ জন্য এত দিন কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে বিদেশে ডলারে পাঠাতে হতো। তবে এখন থেকে আর অনুমতি লাগবে না। ব্যাংকগুলোই পেশাজীবীদের এই খরচের অর্থ পাঠাতে পারবে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এত দিন শিক্ষার্থীদের এ–জাতীয় কোর্সের ফি পাঠাতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হতো। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের ফলে সার্টিফিকেট কোর্সের মাধ্যমে শিক্ষা গ্রহণে উৎসাহিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেশাগত দক্ষতা উন্নয়নের সুবিধার্থে শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ব্যাংকগুলো খরচের অর্থ পাঠাতে পারবে। তবে খরচ পাঠানোর সময় ব্যাংকগুলোকে কয়েকটি বিষয় যাচাই করতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীর ঘোষণাপত্র, ডিমান্ড নোট, চালান, পরীক্ষার ফি, নোটিশ ইত্যাদি।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এখন থেকে সিএফএ, সিডিসিএস, সিএএমএস, সিআইএমএ, এসিসিএ, সিআইআইসহ বিভিন্ন পেশাগত কোর্সের জন্য শিক্ষার্থীরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই সহজে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। এতে এসব কোর্সের মাধ্যমে শিক্ষা অর্জন ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র অন ম

এছাড়াও পড়ুন:

ভোটকেন্দ্র স্থাপন ও আচরণবিধি নিয়ে ইসির বৈঠক আজ

আগামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ‘পঞ্চম কমিশন সভায় এ নিয়ে আলোচনা করা হবে।

গতকাল মঙ্গলবার ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫; স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং বিবিধ বিষয় নিয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আচরণবিধিতে বেশ কিছু বিষয় নতুন করে সংযোজন করতে চাচ্ছে ইসি। এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনেও ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়াতে চায় সংস্থাটি।

সম্পর্কিত নিবন্ধ