কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি শ্মশান থেকে এক নারীর লাশের মাথা খুলি চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের শ্মশান ঘাটে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, মৃত ওই নারীর নাম বাসু সরকার (৭০)। তিনি কামালপুর গ্রামের মৃত অধীর সরকারের স্ত্রী ছিলেন। গত বছরের ডিসেম্বর মাসে অসুস্থতার কারণে বাসু সরকারের মৃত্যু হলে তাকে কামালপুর শ্মশানে দাহ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা শ্মশান ঘাটে গিয়ে বাসু সরকারের সমাধিস্থলে একটি গর্ত দেখতে পান। পরে সুরঙ্গের মতো করে খোঁড়া অংশ দিয়ে ভেতরে তাকিয়ে দেখেন, লাশের মাথার খুলি ও হাতের কয়েকটি হাড় নেই। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে মুহূর্তেই খবরটি আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন মহল্লা থেকে নারী-পুরুষ এসে সমাধিস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে মাথার খুলি চুরির বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ লতপ র সরক র

এছাড়াও পড়ুন:

ম্যানইউকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন টটেনহ্যাম

প্রিমিয়ার লিগের চূড়ান্ত ব্যর্থ দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। লিগ টেবিলে অবস্থানও পিঠাপিঠি। রেড ডেভিলসরা ১৬, স্পার্সরা ১৭! তাদের এক দলের সামনে ইউরোপের প্রতিযোগিতা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সুযোগ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার।

ওই লড়াইয়ে বুধবার রাতে স্পেনের সাম মেমেসে ১-০ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। ব্যর্থ মৌসুমেও জিতেছে বড় এক শিরোপা। লিগে তলানিতে থেকেও প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।

স্পার্সরা খুবই বাজে খেলে, পুরো ম্যাচে ব্যাকফুটে থেকে শিরোপা জিতেছে। ম্যাচের ৪২ মিনিটে ব্রেনান জনসন স্পার্সদের হয়ে গোলের লক্ষ্যে একমাত্র শটটি নেন। তাতে গোলও পেয়ে যান তিনি।

অন্যদিকে ম্যানইউ ম্যাচে ৭৭ শতাংশ বল পায়ে রেখে, ১৬টি আক্রমণ তুলেও পরাজিত দল। এই হারে রেড ডেভিলসরা আগামী মৌসুমের পরিকল্পনায় বড় ধাক্কা খেল। ম্যানইউ-এর নতুন কোচ রুবেন আমোরিম ও ম্যানইউ বোর্ডের ইচ্ছে ছিল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা হলে নতুন দল গড়তে দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচ করবে। যা নস্যাৎ হয়ে গেল

সম্পর্কিত নিবন্ধ