পঞ্চগড় সদর উপজেলার একটি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী ও শিশুসহ আরো ২১ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ মে) সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকার সীমান্ত পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব-পিলার থেকে আনুমানিক আড়াই কিলোমিটার ভিতরে বাংলাদেশ ভূমি থেকে তাদের আটক করে বিজিবির টহল দল। এ সীমান্ত এলাকাটি জয়ধরভাঙা বর্ডার আউট পোস্টের (বিওপি) আওতাধীন।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে ২১ জনকে পুশ-ইন করে ভারতের টিয়াপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা। তারা ২১ সবাই বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে দুজন পুরুষ, ৬ জন নারী ও ১৩ জন শিশু। তাদেরকে সদর থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিলেন তারা। গত ২১ মে তাদেরকে গুজরাট থেকে আটক করে ভারতীয় পুলিশ। পরে বিমানযোগে কলকাতায় নিয়ে আসে। কলকাতা থেকে বাসযোগে নিয়ে এসে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করা হয়। টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প তাদেরকে গেট দিয়ে বের করে বাংলাদেশে পুশ-ইন করে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেছেন, “ইতোমধ্যে আমাদের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। আমরা বিএসএফের কাছে জানতে চেয়েছি, তারা কেন অবৈধ উপায়ে বাংলাদেশে ২১ জনকে ফেরত পাঠাল? বিজিবিকে জানিয়ে আইনি প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো উচিত ছিল। এ বিষয়ে আমরা বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করব।” 

এর আগে গত ১৭ মে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা থেকে ১১ জনকে আটক করে বিজিবি। তাদেরকেও পুশ-ইন করেছিল বিএসএফ।

ঢাকা/নাঈম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ২১ জনক ব এসএফ ত দ রক

এছাড়াও পড়ুন:

হাসান হাফিজের জন্মদিনে ওয়ালটনের শুভেচ্ছা

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের ৭১তম জন্মদিন উদযাপিত হয়েছে।

শুভেচ্ছা, কথামালা, প্রকাশনা অনুষ্ঠান, সংগীত ও কবিতার মধ্য দিয়ে জন্মদিনে হাসান হাফিজকে সিক্ত করেছে গণমাধ্যম, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।

আরো পড়ুন:

খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা

ময়মনসিংহের ১১টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে এই বরেণ্য কবির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।

এ সময় উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, কালের কণ্ঠের নিবার্হী সম্পাদক হায়দার আলী। ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন এবং সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন বাড়ৈসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ