আশি ও নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় নায়িকা ছিলেন ফারাহ নাজ। অসাধারণ সৌন্দর্য, স্বতঃস্ফূর্ত অভিনয় আর বড় তারকাদের সঙ্গে কাজ—সব মিলিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু বিতর্ক আর মানসিক অস্থিরতায় সেই আলো ধীরে ধীরে ম্লান হয়ে যায়।

কীভাবে এমন দ্রুত উত্থান হয়েছিল ফারাহর
১৯৮৫ সালে যশ চোপড়ার ‘ফাসলে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন ফারাহ। প্রথম ছবিতেই নজর কাড়েন। চলচ্চিত্র-সংশ্লিষ্ট পরিবারে জন্ম; তিনি টাবুর বড় বোন। যিনি পরে বলিউডের সবচেয়ে প্রশংসিত অভিনেত্রীদের একজন হন।

আশির দশকের শেষ ভাগ থেকে নব্বইয়ের দশকের শুরু পর্যন্ত আমির খান, সঞ্জয় দত্ত, রেখা, জ্যাকি শ্রফসহ বড় তারকাদের বিপরীতে কাজ করেছেন তিনি। রোমান্স, পারিবারিক ড্রামা, বাণিজ্যিক ছবি—সব ঘরানাতেই নিজের অবস্থান তৈরি করেছিলেন।
ফারাহর শেষ উল্লেখযোগ্য কাজ ‘হালচাল’—অক্ষয় খান্না, কারিনা কাপুর, অমরেশ পুরী, আরবাজ খান ও পরেশ রাওয়ালের সঙ্গে। দর্শক প্রশংসা করলেও এরপর তিনি পর্দা থেকে প্রায় গায়েব হয়ে যান।

ফারাহ নাজ। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু, ট্রাকে আগুন

রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। তার নাম নাইম ইসলাম (২৩)। তিনি রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। দুর্ঘটনায় রোহান ইসলাম (২২) আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নগরের চৌদ্দপাই বিহাস মোড়ে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম নগরের মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে।  আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়েছে।

আরো পড়ুন:

সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০

স্থানীয়রা জানায়, নগরের বিমানচত্বর এলাকায় আইটি সেন্টরে অনলাইনে কাজ করত নাইম। কাজের জন্য তারা মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা হয়। পথে চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে। এরপর ওই ট্রাকের চাকার নিচে চাপা পড়ে নাইম।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, দুর্ঘটনায় হতাহতের পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে নাইমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত নিবন্ধ