বরগুনায় আদালত প্রাঙ্গণে সাবেক এমপি শম্ভুকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, জামিন নামঞ্জুর
Published: 22nd, May 2025 GMT
বরগুনায় বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরে এজলাস থেকে কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে শম্ভুকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন বিএনপির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় শম্ভুর পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। পরে আদালতের বিচারক মনিরুজ্জামান জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বরগুনা কারাগারে আনা হয়। আজ তাঁকে আদালতে হাজির করার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ‘শম্ভুর আস্তানা, বরগুনাতে হবে না’ বলে স্লোগান দেওয়া হয়। এ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীদের কেউ কেউ শম্ভুর উদ্দেশে ডিম ছুড়ে মারেন। সেই ডিম শম্ভুকে বহনকারী প্রিজন ভ্যানের ওপর পড়ে।
বরগুনা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল আমিন প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় শম্ভুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ আদালতে হাজির করার পর আসামিপক্ষে তাঁর জামিনের আবেদন করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শম্ভুর নানা অপকর্মের কারণে আদালতের বাইরে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সাধারণ মানুষ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন এবং তাঁর গাড়িতে ডিম ছুড়ে মেরেছেন। তবে ডিম তাঁর গায়ে পড়েনি।
জামিন শুনানির পর প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়ার সময় শম্ভুর দিকে ডিম ছুড়ে মারেন বিএনপির নেতা–কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে আদালত প্রাঙ্গণে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র কর ম র জ র কর বরগ ন
এছাড়াও পড়ুন:
ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুর্ঘটনা, আহত ২৭ নারী পুলিশ সদস্য
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যের একটি দল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বহনকারী বাস একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসে থাকা ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশলাইনসের ভেতর এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, নগরের সাগরিকা এলাকায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যরা। তাঁদের বহনকারী বাস দামপাড়া পুলিশলাইনসের ভেতরে উঁচু স্থান থেকে ঢালু রাস্তায় নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় আহত অনেক পুলিশ সদস্যকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশ লাইন্সের ভেতরে রাখা হয়েছে। আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক প্রথম আলোকে বলেন, আহত ২৭ জনের মধ্যে ১৪ জন দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তাঁদের মধ্যে দুজন এখনো চিকিৎসাধীন। ১২ জন চিকিৎসা শেষে পুলিশ হাসপাতালে চলে যান। সেখানে বর্তমানে ২৫ জন চিকিৎসাধীন, তবে আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই।