লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আরো ২০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২১ মে) মধ্যরাতে উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠায় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। এর মধ্যে, ১১ জন নারী ও সাত শিশু ও দুই জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

আরো পড়ুন:

অভয়নগরে কৃষক দল নেতাকে গুলি করে হত্যা

চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই নেতা রিমান্ডে

বিজিবি ধবলসুতী ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের বরাতে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘তারা ২০ থেকে ২৫ দিন ভারতীয় জেলে বন্দি ছিলেন। দেশটির পুলিশ তাদের গাড়িতে করে সীমান্তে নিয়ে আসে। পরে বিএসএফ সদস্যরা তাদের ঠেলে পাঠায়।’’

গত কিছু দিন ধরেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে ঠেলে দিচ্ছে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।

ঢাকা/আমিরুল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক ব এসএফ

এছাড়াও পড়ুন:

‘প্লেনে, গাড়িতে কইরা আইনা কোন বর্ডার পার করে দিছে জানি না’

প্রায় ২০ বছর আগে কাজের উদ্দেশে৵ স্বামীর সঙ্গে ভারতের গুজরাটে পাড়ি দিয়েছিলেন এক নারী (৫৫)। সেখানে তিনি বাসাবাড়িতে কাজ করতেন। তিনি জানান, এক পর্যায়ে তাঁদের দুই ছেলেও বিয়ে করে স্ত্রীদের নিয়ে ভারতে যান। ছেলেরা সেখানে শাড়ির দোকানে কাজ নেন। পারিবারিক কলহে স্বামী অন্যত্র চলে গেছেন। সম্প্রতি স্ত্রী–সন্তানদের রেখে বাংলাদেশে আসেন বড় ছেলে। এরই মধ্যে ভারতে এক ছেলে, দুই পুত্রবধূ ও চার নাতি–নাতনিসহ ওই নারী গুজরাট পুলিশের হাতে আটক হন।

এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা গতকাল বুধবার দিবাগত গভীর রাতে তাঁদের পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন)। সীমান্ত অতিক্রম করে এপাশে আসার পর ওই নারী ও তাঁর পরিবারের সদস্যসহ মোট ২১ জনকে আজ বৃহস্পতিবার ভোরে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যদিও বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে ঠেলে পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ।

আটক ২১ জনকে বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ সময় ৫৫ বছর বয়সী ওই নারীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘পুলিশ (ভারতীয়) আমাদের ধইরা আট দিন চৌকিতে আটকে রাখছে। কালকে (বুধবার) প্লেনে (উড়োজাহাজ) কইরা আমাদের নিয়া বিকেল পাঁচটায় কোন জায়গায় নামায় দিছে বলতে পারি না। পরে আবার গাড়িতে করে রাত ১২টা সাড়ে ১২টার দিকে আইনা কোন বর্ডার পার করে দিছে জানি না। আমরা তো পথ চিনি না, পরে হাঁটতে হাঁটতে ভোরে যখন আজান দেয়, তখন এ পাশে আমাদের আটক করছে।’ ওই নারী আরও বলেন, ‘ওখানে (গুজরাট) সব তাড়িয়ে দিচ্ছে, বলছে ‘‘বাঙালি একটাও রাখবো না, তোমরা সব চলে যাও।’’’

আরও পড়ুন৬ জেলার সীমান্তে ১০৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ৩ ঘণ্টা আগে

আটকদের মধ্যে ২২ বছর বয়সী একজন তরুণ, তিন মাস থেকে ১৭ বছর বয়সী ১৪ জন শিশু-কিশোর এবং ১৯ বছর থেকে ৫৫ বছর বয়সী ছয়জন নারী আছেন। তাঁদের বাড়ি বাংলাদেশের খুলনা ও নড়াইল জেলায় বলে পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে বিজিবির জয়ধরভাঙ্গা বিওপির আওতাধীন সীমান্তের ৭৫৭ নম্বর মেইন পিলারে ১০ নম্বর সাবপিলার–সংলগ্ন সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী এলাকায় সীমান্ত পার হয়ে কিছু মানুষ বাংলাদেশে প্রবেশ করছেন বলে খবর পায় বিজিবি। পরে তারা সেখানে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে আটক করে। ভারতের ৯৩ বিএসএফ ব্যটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাঁদের সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশ ইন করে) বলে জানা গেছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বৃহস্পতিবার বিকেলে বলেন, সীমান্তে তাঁদের পুশ ইন করেছে বিএসএফ। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জয়ধরভাঙ্গা সীমান্তে ভারতের ৯৩ বিএসএফ ব্যটালিয়নের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের প্রতিনিধিদের সঙ্গে বিজিবির জয়ধরভাঙ্গা বিওপির প্রতিনিধিদের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিএসএফ পুশইনের বিষয়টি অস্বীকার করছে। তবে বিজিবির পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়েও বলা হয়েছে। আটকদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া শিশুদের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী বলেন, বিজিবি সীমান্তে আটক নারী–শিশুসহ ২১ জনকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুনবিএসএফের রেখে যাওয়া ৭৮ জনকে কোস্টগার্ডে হস্তান্তর, কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন১১ মে ২০২৫আরও পড়ুনপুশ ইন বা পুশ ব্যাক কোনো আইনসম্মত পদ্ধতি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা১৭ মে ২০২৫আরও পড়ুনঢাকার অনুরোধে সাড়া নেই, ২৪৬১ জনকে ফেরতে দিল্লির চিঠি১০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ‘প্লেনে, গাড়িতে কইরা আইনা কোন বর্ডার পার করে দিছে জানি না’
  • পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন
  • এবার খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে দিল বিএসএফ
  • ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
  • পঞ্চগড় সীমান্তে আরো ২১ জনকে পুশ-ইন করল ভারত
  • কুমিল্লা ও ফেনী সীমান্তে ৫২ জনকে পুশইন করল বিএসএফ
  • কুমিল্লা ও ফেনী সীমান্তে ৫২ জনকে পুশইন
  • ফুলছড়ির ৬ ইউপি চেয়ারম্যান আটক
  • বান্দরবানে ৮ রোহিঙ্গা আটক