রাজশাহীর বাগমারায় এক নারী তার চাচাতো ভাইয়ের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ মে) রাত সোয়া ১০টার দিকে উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর জাহিদুল ইসলাম (৩৫) নামের ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদুলের বাড়ি চন্দ্রপুর মণ্ডলপাড়া গ্রামে।

আরো পড়ুন:

শাবিপ্রবিতে নারী কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিলের দাবি

চবিতে নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবি

স্থানীয়রা বলছেন, চাচাতো বোনের সঙ্গে জাহিদুলের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি অন্যত্র বিয়ে করেন। এ কারণে হয়তো জাহিদুলের গোপনাঙ্গ কেটে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে ওই নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

পুলিশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীর বাড়িতে প্রবেশ করেন জাহিদুল। এসময় তার হাতে দুটি কোমল পানীয়র বোতল দেখেছেন এলাকাবাসী। দীর্ঘ সময় পর ওই নারীর বাড়ির পাশের খড়ের ঘর থেকে চিৎকার দিয়ে বেরিয়ে আসেন জাহিদুল। আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সকলের সড়কে প্রাণ গেলো বাবা ছেলের 

ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বড় ছেলে আহত হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ায় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, থানার পুরান বেড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছলে মহাসড়কে খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়। 

এসময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ থানায় নিয়ে এসেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/অদিত্য/এস

সম্পর্কিত নিবন্ধ