বরগুনার আলোচিত অনিক হত্যা মামলার পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন গাজীকে দণ্ডাদেশের ৬  বছর পরে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। 

শনিবার (২৪ মে) বেলা সাড়ে এগারোটায় সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান। 

এর আগে বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ৯ টার দিকে তালতলী উপজেলা ফকির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘‘২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর পৌরসভার শহীদ স্মৃতি সড়কের সুবল চন্দ্র রায়ের ছেলে অনিককে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। হত্যার পরে নিহতের বাবার কাছে তিন লাখ টাকা মুক্তপণ দাবি করে। এর ১৮ দিন পর বরগুনা সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’’  

তিনি বলেন, ‘‘এ ঘটনায় ২০১৯ সালের আগস্ট মাসের ৭ তারিখ প্রধান আসামি ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আবদুস সত্তার গাজীর ছেলে সালাউদ্দিন গাজীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এতোদিন দণ্ডপ্রাপ্ত এই আসামি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে ছিল। সম্প্রতি সে দেশে আসলে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।’’  

আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে সালাউদ্দিন গাজী গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন নিহত অনিকের পরিবার।

নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায় রাইজিংবিডিকে বলেন, ‘‘মুক্তিপণের দাবিতে আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে আসামিরা। এই হত্যার প্রধান আসামি গ্রেপ্তার হবার খবরে আমরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছি। দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে।’’ 

ঢাকা/ইমরান/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বরগ ন

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠক করবে এনসিপিও

উদ্বেগ, উৎকণ্ঠা এবং নানা গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে বিএনপি। শনিবার সন্ধ্যা ৭টা ৩৫মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। জামায়াতে ইসলামীর সঙ্গে আজ রাতেই বৈঠক হওয়ার কথা তার।

একই দিনে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। 

তিনি জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার রাত সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে রাত ৮টায় প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে বলে জানা গেছে।

সম্পর্কিত নিবন্ধ