রোমে শুক্রবার ইরান ও মার্কিন প্রতিনিধিদলের পঞ্চম দফা আলোচনা শেষ হয়েছে। তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কয়েক দশক ধরে চলমান বিরোধ নিরসনের লক্ষ্যে আলোচনায় সীমিত অগ্রগতির লক্ষণ দেখা গেছে বলে শনিবার জানিয়েছে রয়টার্স।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনার আগে ওয়াশিংটন ও তেহরান উভয়ই জনসমক্ষে কঠোর অবস্থান গ্রহণ করেছিল। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আলোচনার সময় ওমান বেশ কয়েকটি প্রস্তাব দেওয়ার পরে অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

তিনি সরকারি সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা সবেমাত্র সবচেয়ে পেশাদার আলোচনার একটি পর্ব সম্পন্ন করেছি .

.. আমরা দৃঢ়ভাবে ইরানের অবস্থান ব্যক্ত করেছি ... আমার মতে, আমরা এখন যুক্তিসঙ্গত পথে আছি, এটি নিজেই অগ্রগতির লক্ষণ।”

আরাঘচি বলেছেন, “প্রস্তাব ও সমাধানগুলো নিজ নিজ রাজধানীতে পর্যালোচনা করা হবে ... এবং পরবর্তী দফা আলোচনার সময়সূচি সেই অনুযায়ী নির্ধারণ করা হবে।”

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা দুই ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল এবং ওমান মধ্যস্থতাকারী হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ভাবেই ছিল।

ওই কর্মকর্তা বলেছেন, “আলোচনা গঠনমূলকভাবে চলছে - আমরা আরো অগ্রগতি করেছি, তবে এখনো কিছু কাজ বাকি আছে। উভয় পক্ষই নিকট ভবিষ্যতে আবার দেখা করতে সম্মত হয়েছে। আমরা আমাদের ওমানী অংশীদারদের কাছে তাদের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞ।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা হ্রাস করতে চান। আর ইরান চায় তার তেলভিত্তিক অর্থনীতির উপর ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে।
 

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

সম্পর্কিত নিবন্ধ