‘বৈশ্বিক মানবতার প্রয়োজনে কাজী নজরুল আবশ্যক’
Published: 24th, May 2025 GMT
ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মোৎসব পালিত হয়েছে। শনিবার ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে এ উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।
এ সময় কাজী নজরুলের জীবনী ও তার লেখা নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বৈশ্বিক মানবতার প্রয়োজনে কাজী নজরুল আবশ্যক। তিনি বৈশ্বিক মানবতার কথা বলেছেন। বর্তমান বিশ্বে বিবেকের উপস্থিতি নেই। গাজায় যে অমানবিকতা চলছে, বিনা কারণে মানুষ হত্যা করা হচ্ছে- তার বিরুদ্ধে কথা না বলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যবসা প্রসার করছে। অস্ত্র ও আধুনিক যুদ্ধাস্ত্র কেনা নিয়ে ব্যস্ত রয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ব ভয়ানক অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছে। পারমানবিক বোমার ভয়াবহতার শঙ্কা প্রকাশ করছে। এজন্য আমাদের নজরুলকে প্রয়োজন।
সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজাউল করিম।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের রচিত কবিতা ও গান পাঠ করা হয়। শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় ফরিদপুরসহ আশপাশের জেলার গুণী ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ল ইসল ম অন ষ ঠ ন নজর ল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন