ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মোৎসব পালিত হয়েছে। শনিবার ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে এ উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। 

এ সময় কাজী নজরুলের জীবনী ও তার লেখা নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বৈশ্বিক মানবতার প্রয়োজনে কাজী নজরুল আবশ্যক। তিনি বৈশ্বিক মানবতার কথা বলেছেন। বর্তমান বিশ্বে বিবেকের উপস্থিতি নেই। গাজায় যে অমানবিকতা চলছে, বিনা কারণে মানুষ হত্যা করা হচ্ছে- তার বিরুদ্ধে কথা না বলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যবসা প্রসার করছে। অস্ত্র ও আধুনিক যুদ্ধাস্ত্র কেনা নিয়ে ব্যস্ত রয়েছে। 

তিনি আরও বলেন, বিশ্ব ভয়ানক অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছে। পারমানবিক বোমার ভয়াবহতার শঙ্কা প্রকাশ করছে। এজন্য আমাদের নজরুলকে প্রয়োজন।

সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজাউল করিম। 

অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের রচিত কবিতা ও গান পাঠ করা হয়। শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় ফরিদপুরসহ আশপাশের জেলার গুণী ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ল ইসল ম অন ষ ঠ ন নজর ল

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ