চকরিয়ায় মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কা, এনজিওকর্মী নিহত
Published: 25th, May 2025 GMT
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম মো. নজরুল ইসলাম (৩৭)। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মো. নজরুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। এসকেএস ফাউন্ডেশন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) খুটাখালী ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে চকরিয়ার মালুমঘাট স্টেশন থেকে কর্মস্থল খুটাখালীর দিকে যাচ্ছিলেন নজরুল। খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় পৌঁছানোর পর পেছন দিক থেকে এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলে নজরুল গুরুতর আহত হন। বাসটি নওগাঁ থেকে কক্সবাজার যাচ্ছিল।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ পরিদর্শক মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে, তবে বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কোয়েটাকে হারিয়ে পিএসএলের চ্যাম্পিয়ন সাকিব-রিশাদদের লাহোর
কোয়াটা গ্লাডিয়েটর্সের বড় রান তাড়া করে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে সাকিব আল হাসান, রিশাদ হোসেনদের লাহোর ফাইনালে ১ বল থাকতে ৬ উইকেটে জিতেছে।
বিস্তারিত আসছে...