সাতক্ষীরার কুশখালী সীমান্তে ২৩ জনকে পুশ ইন
Published: 27th, May 2025 GMT
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জন বাংলাভাষীকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (২৬ মে) রাতের কোন এক সময়ে তাদেরকে পুশইন করা হয়।
বিজিবি কুশখালী বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরে তাদেরকে আটক করেছে বিজিবি। বর্তমানে তারা ৩৩ বিজিবি হেফাজতে রয়েছে। তবে, তাদের নাগরিকত্ব ও পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
বিজিবি জানায়, কুশখালী সীমান্ত দিয়ে পুশ ইন করা ২৩ জনকে আটক করেছে বিজিবি। তাদের সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়। সেখানে আটক ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় সম্পর্কে যাচাই-বাছাই চলছে।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্র জানা গেছে, এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
ঢাকা/শাহীন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাসান হাফিজের জন্মদিনে ওয়ালটনের শুভেচ্ছা
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের ৭১তম জন্মদিন উদযাপিত হয়েছে।
শুভেচ্ছা, কথামালা, প্রকাশনা অনুষ্ঠান, সংগীত ও কবিতার মধ্য দিয়ে জন্মদিনে হাসান হাফিজকে সিক্ত করেছে গণমাধ্যম, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।
আরো পড়ুন:
খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা
ময়মনসিংহের ১১টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে এই বরেণ্য কবির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
এ সময় উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, কালের কণ্ঠের নিবার্হী সম্পাদক হায়দার আলী। ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন এবং সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন বাড়ৈসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।
ঢাকা/এসবি