সীমান্তে পুশ-ইন বাড়লেও নিরাপত্তার অভাব নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 27th, May 2025 GMT
সীমান্তে পুশ-ইন বাড়লেও নিরাপত্তার কোনো অভাব নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৭ মে) সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ডেপুটি জেলারদের ১৪তম ব্যাচ ও কারারক্ষীদের ৬২তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।
উপদেষ্টা বলেন, “সীমান্তে পুশ-ইন বেড়েছে। আমরা এর প্রতিবাদও করেছি। যারা বাংলাদেশি, আমাদেরই ভাই; তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলছি, তোমরা প্রোপার চ্যানেলে পাঠাও। ওনারা এটা করতেছে না। যদি আমাদের দেশের নাগরিক হয়, অবশ্যই আমরা তাদের অ্যাকসেপ্ট করব।”
তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আমার বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি বর্ডারে হবে না। আপনাদের (সাংবাদিকদের) কাছে একটা শুধু অনুরোধ, আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করুন। কোনো সংবাদ যদি একটু বেশি প্রকাশ করা হয়, প্রতিবেশী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায়। আপনারা সত্যি সংবাদ প্রকাশ করে আসছেন, সেটাই করবেন।”
আসন্ন ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, এ আশা ব্যক্ত করে উপদেষ্টা বলেন, “গত ঈদ কিন্তু মাশাল্লাহ অনেক ভালোভাবে হয়েছে। আপনারা (সাংবাদিকেরা) কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। এই ঈদও যেন একই মাপে হয়, সেজন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি।”
এর আগে প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিবাদন গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।
পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের হাতে ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক সৈয়দ মো.
ঢাকা/কেয়া/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারীরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব নয় : শিল্পপতি বাবুল
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, ‘নারীরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব নয়।’ তার ভাষায়, রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে হলে নারীদের প্রতিটি ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিনসহ শিক্ষকরা ফুল দিয়ে আবু জাফর বাবুলকে বরণ করেন।
বাবুল তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ২৪তম দফা ‘নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ’ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘নারী শিক্ষার অগ্রগতি ছাড়া কোনো সমাজ এগোতে পারে না। শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তায় নারীরা সমান সুযোগ না পেলে টেকসই উন্নয়ন অসম্ভব।
আলোচনার এক পর্যায়ে শিক্ষার্থীরা স্কুলের নানা সমস্যা তুলে ধরেন। জরাজীর্ণ ভবন ও পর্যাপ্ত বৈদ্যুতিক পাখার (ফ্যান) অভাবে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে জানালে আবু জাফর বাবুল ফ্যান সরবরাহের ব্যবস্থা করেন।
স্কুলের সিনিয়র শিক্ষক মতিউর রহমান বলেন, ‘অত্র প্রতিষ্ঠানের যেকোনো উন্নয়নমূলক কাজে বাবুল ভাই সবসময় পাশে থেকেছেন। শিক্ষকদের বসার চেয়ার-টেবিলের সংকটের কথা জানানোর পরপরই তিনি ব্যবস্থা করেছিলেন।
তিনি আরো জানান, ‘বাবুলের অর্থায়নে স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের কাজ চলছে।’
অনুষ্ঠানের শেষ অংশে আবু জাফর আহমেদ বাবুল স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়ন মানে আমার নিজের ঘরের উন্নয়ন। আমি সবসময় এই শহরের মানুষের পাশে থাকতে চাই।’
তিনি উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং নারায়ণগঞ্জের নারী শিক্ষা ও মানবসম্পদ বিকাশে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।