যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের বিনা মূল্যে তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের জন্য দেশের ৪৮টি জেলার কর্মপ্রত্যাশী যুব নারী–পুরুষের অনলাইনে আবেদন দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে ভর্তি হতে কোনো ফি লাগবে না। দিনে ২০০ টাকা করে ভাতা মিলবে। প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান।

প্রশিক্ষণের বিস্তারিত

প্রশিক্ষণের মেয়াদ তিন মাস। ১ জুলাই শুরু হয়ে শেষ হবে ৩০ সেপ্টেম্বর। সপ্তাহে ৬ দিন ক্লাস হবে। প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে। মোট ৭৫টি ক্লাসের জন্য সময় লাগবে ৬০০ ঘণ্টা। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা সরাসরি ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে।

আরও পড়ুনফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ১৪ মার্চ ২০২৫যোগ্যতা যা লাগবে

আবেদনকারীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। অনলাইনে লিংকে আবেদন করা যাবে।

যেসব সুবিধা মিলবে

প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য কোনো ফি দিতে হবে না। প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা পাবেন। সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হবে।

যেসব জেলা থেকে আবেদন

জেলাগুলো হলো ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়। বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার।

আরও পড়ুনফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ৪৮ জেলার প্রার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা, এসএমএসে বিস্তারিত জানবেন আবেদনকারীরা২৫ ডিসেম্বর ২০২৪প্রশিক্ষণার্থীদের জন্য

সফলভাবে আবেদন দাখিলের পর অনলাইনে পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। পরীক্ষার সময় সব পরীক্ষার্থীদের আবেদনের সময় পাওয়া অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না। প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী ভর্তির ব্যবস্থা করা হবে।

ভর্তির বিস্তারিত তথ্য

অনলাইনে আবেদনের শেষ তারিখ ১২ জুন রাত ১১টা ৫৯ মিনিট। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুন। লিখিত পরীক্ষার স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ জুন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৩ জুন প্রকাশ করা হবে।

বিস্তারিত তথ্য জানা যাবে

আরও পড়ুনএবার ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক ২০০ টাকা ভাতার সঙ্গে নানা সুযোগ১২ ডিসেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র র জন য

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ