ঢাকায় বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২
Published: 30th, May 2025 GMT
ঢাকায় গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুতের লাইনের লিকেজ থেকে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁরা মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন আল আমিন (৩৫) ও মো. আয়নাল (৩০)। আল আমিন পেশায় দরজি ও আয়নাল রিকশাচালক।
দরজি আল আমিনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁর সহকর্মী বাবুল রেজা। তিনি প্রথম আলোকে বলেন, আল আমিন গুলিস্তান–সংলগ্ন জিরো পয়েন্ট এলাকার প্রিমিয়াম মার্কেটে দরজির কাজ করতেন। গতকাল রাত ১১টার দিকে মার্কেটের গলিতে মালেক শাহ মাজারের গেটের সামনে দোকানে চা পান করতে যাচ্ছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল ও গলিতে পানি জমে ছিল। সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারের লিকেজ থেকে আল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
গতকাল রাতে ডেমরা বড় ভাঙ্গা এলাকায় রিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হন রিকশাচালক আয়নাল। দিবাগত রাত দুইটার দিকে আয়নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আয়নালের খালাতো ভাই হাবিবুর রহমান আজ প্রথম আলোকে বলেন, আয়নাল বড় ভাঙ্গা এলাকায় রিকশা গ্যারেজে রিকশায় বসে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে গ্যারেজ বৃষ্টির পানিতে তলিয়ে যায়। তখন আয়নাল হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।