ইন্দোনেশিয়ায় একটি খনিতে পাথর ধসে ১৯ জন নিহত। এছাড়া এ ঘটনায় আরো আটজন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছে। পশ্চিম জাভা প্রদেশের সিরেবনে একটি খনিতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ রবিবার জানিয়েছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাস জানিয়েছে, শুক্রবার ধসের পর ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের জন্য কর্তৃপক্ষ রবিবারও তাদের অনুসন্ধান অব্যাহত রেখেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ধসের কারণ তদন্ত করবে এবং সম্ভাব্য ভূমিধস সনাক্ত করার জন্য একটি মূল্যায়ন করবে।

মন্ত্রণালয়ের ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ বিবৃতিতে জানিয়েছেন, খোলা খনি এলাকায় ব্যবহৃত আন্ডারকাটিং পদ্ধতি এবং খাড়া ঢাল ধসে পড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, “উদ্ধারকারী কর্মীদের সরিয়ে নেওয়ার এবং অনুসন্ধানের প্রচেষ্টা চালানোর সময় (উদ্ধারকারীদের) অবশ্যই আবহাওয়া এবং খাড়া ঢালের দিকে মনোযোগ দিতে হবে। ভারী বৃষ্টিপাতের সময় এবং পরে কোনো কর্মকাণ্ড চালানো উচিত নয়, কারণ এই অঞ্চলে এখনো আরো ভূমিধসের সম্ভাবনা রয়েছে।”

পশ্চিম জাভার গভর্নর দেদি মুলিয়াদি ইনস্টাগ্রামে লিখেছেন, শুক্রবার সিরেবনে ধসের স্থানটি বিপজ্জনক এবং ‘শ্রমিকদের জন্য সুরক্ষা মান পূরণ করে না।’
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) লোহাগড়া আমলী আদালতের বিচারক রত্না সাহা এই আদেশ দেন। নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরো পড়ুন:

সমন্বয়ক পরিচয়ে তদবির-হুমকি: যুবককে ২ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম কারাগার পরিদর্শন: ছবি তোলা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

এ সময় ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে তারা গুলি ছুঁড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ১৩ শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।

এ ঘটনায় ওই বছরের ৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে ২৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো সাড়ে ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ নম্বর আসামি করা হয় আশরাফুল আলমকে।

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ