ইন্দোনেশিয়ায় একটি খনিতে পাথর ধসে ১৯ জন নিহত। এছাড়া এ ঘটনায় আরো আটজন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছে। পশ্চিম জাভা প্রদেশের সিরেবনে একটি খনিতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ রবিবার জানিয়েছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাস জানিয়েছে, শুক্রবার ধসের পর ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের জন্য কর্তৃপক্ষ রবিবারও তাদের অনুসন্ধান অব্যাহত রেখেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ধসের কারণ তদন্ত করবে এবং সম্ভাব্য ভূমিধস সনাক্ত করার জন্য একটি মূল্যায়ন করবে।

মন্ত্রণালয়ের ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ বিবৃতিতে জানিয়েছেন, খোলা খনি এলাকায় ব্যবহৃত আন্ডারকাটিং পদ্ধতি এবং খাড়া ঢাল ধসে পড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, “উদ্ধারকারী কর্মীদের সরিয়ে নেওয়ার এবং অনুসন্ধানের প্রচেষ্টা চালানোর সময় (উদ্ধারকারীদের) অবশ্যই আবহাওয়া এবং খাড়া ঢালের দিকে মনোযোগ দিতে হবে। ভারী বৃষ্টিপাতের সময় এবং পরে কোনো কর্মকাণ্ড চালানো উচিত নয়, কারণ এই অঞ্চলে এখনো আরো ভূমিধসের সম্ভাবনা রয়েছে।”

পশ্চিম জাভার গভর্নর দেদি মুলিয়াদি ইনস্টাগ্রামে লিখেছেন, শুক্রবার সিরেবনে ধসের স্থানটি বিপজ্জনক এবং ‘শ্রমিকদের জন্য সুরক্ষা মান পূরণ করে না।’
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ