জেনারেটরের গ্যাসে অজ্ঞান হন আইএফআইসি ব্যাংকের ৬ কর্মকর্তা: পুলিশ
Published: 2nd, June 2025 GMT
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ছয় কর্মকর্তা অচেতন হওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে কুলিয়ারচর বাজারে হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে। তবে ব্যাংকে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। পুলিশ বলছে, প্রাথমিকভাবে জানা গেছে, জেনারেটরের গ্যাসে অচেতন হন ওই ৬ কর্মকর্তা।
ব্যাংকের ছয় কর্মকর্তা হলেন- ব্যাংক ম্যানেজার মোস্তাফিজুর রহমান, কর্মকর্তা সিয়াম রহমান, হোসনা বেগম, মেরিন আক্তার, সৌমিক জামান খান ও সিকিউরিটি গার্ড কামাল মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদেরকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে কয়েকজন গ্রাহক এসে দেখতে পান; হঠাৎ ৬ কর্মকর্তা ব্যাংকের ভেতরে অসুস্থতা বোধ করছেন। এমনকি তারা বমিও করছেন। ধীরে ধীরে তারা অজ্ঞান হয়ে যান। এসময় স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চারজনকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সবাইকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী তোফায়েল আহমেদ ভুলন ও মুছা জানান, ৬ জন কর্মকর্তা দিয়ে ব্যাংকটি পরিচালিত হয়। এদের মধ্যে ২ জন মহিলা ও ৪ জন পুরুষ। ব্যাংকে কর্মকর্তা কর্মচারীরা বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েন। আমরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখলে তাদের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে যতটুকু বুঝতে পেরেছি, ব্যাংকে কোনো রকম লুটপাট হয়নি।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরে সেনাবাহিনীর সদস্যরা আসেন। বিষয়টি রহস্যজনক হলেও তদন্তে জানতে পারি, ব্যাংকের ভেতরে রাখা জেনারেটরের গ্যাস থেকে এই দুর্ঘটনা ঘটে। যদিও জেনারেটরটি ব্যাংকের ভেতর রাখা ঠিক হয়নি।
নাজমুস সাকিব আরও জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। এছাড়াও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, জেনারেটরের গ্যাস থেকে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও ব্যাংকে কোনো রকম ডাকাতির ঘটনা ঘটেনি। টাকা-পয়সা সব ঠিক আছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ ম ড ক ল কল জ কমপ ল ক স ক ল য় রচর কর মকর ত র ঘটন
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।