বন্দরের সন্ত্রাসী তৎপরতায় দুই খেয়াঘাটে নৌকা চলাচল বন্ধ, দুর্ভোগ
Published: 2nd, June 2025 GMT
বন্দরের চিত্তরঞ্জন ও বর্ণালী খেয়াঘাটে নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। অস্থায়ী পশুর হাটে গরু নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সৃষ্ট বিরোধের জের ধরে সোমবার বিকেল ৩টা থেকে ঘাট দুটিতে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এতে নদী পারাপারে দুর্ভোগে পড়েন কয়েকশ’ যাত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত( রাত ৮টা) নৌকা চলাচল বন্ধ রয়েছে।
যাত্রীরা জানান, ঘাট দুটি দিয়ে প্রতিদিন অর্ধ লক্ষাধিক মানুষ নদী পার হন। বেশীরভাগ যাত্রীই শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের বাসিন্দা। যাত্রীদের অধিকাংশই আবার পোশাক কারখানার শ্রমিক।
হঠাৎ ঘাটে নৌকা চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী দূরের নবীগঞ্জ ও ২নং খেয়াঘাট দিয়ে নদী পার হয়ে বাড়ি ফিরেন।
মাঝিরা জানান.
এরা প্রায়ই কারণে অকারণে মাঝিদের মারধরসহ নানা নির্যাতন করে মাঝিরা অভিযোগ করেন। এ অবস্থায় প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তার পাশাপাশি নির্যাতন বন্ধের নিশ্চয়তা চান তারা।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম জানান, ঘাট বন্ধ করে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাট দুটিতে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। মাঝিরা নির্বিঘেœ নৌকা চালাতে পারবে। তাদের কোন সমস্যা হবে না।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সন ত র স ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা