নারায়ণগঞ্জে বাড়ির নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
Published: 21st, October 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আবু হানিফ (৩০) নামের এক নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি নারায়ণগঞ্জের খানপুর এলাকার জিতু ভিলায় নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
নিহত নিরাপত্তা প্রহরীর ভগ্নিপতি ইব্রাহিম মিয়া বলেন, গতকাল বিকেলে অভি নামের এক যুবকের নেতৃত্বে কয়েকজন হানিফের বোন ও তাঁকে (ইব্রাহিম) আটক করেন। পরে তাঁরা হানিফকে পেয়ে শহরের খানপুর চিলড্রেন পার্কে নিয়ে মারধর করেন। একপর্যায়ে হানিফ অচেতন হয়ে পড়লে যুবকেরা তাঁকে রাস্তায় ফেলে রেখে যান। আশপাশের লোকজন হানিফকে উদ্ধার করে খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
ইব্রাহিমের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা আগে থেকেই হানিফের বিরুদ্ধে ধর্ষণ ও উত্ত্যক্তের মিথ্যা অভিযোগ তুলে টাকা দাবি করতেন। টাকা না পেয়ে পরিকল্পিতভাবে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ প রহর
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির মশক নিধন কর্মসূচি পালন
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করেছে।রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের টানবাজার থেকে শুরু আধুনিক মশক নিধন মেশিনের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ড্রেন ও আশপাশের এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমাদের মহানগর বিএনপিরএই উদ্যোগ।
আমরা চাই, সবাই মিলে সচেতন হয়ে এলাকাকে মশামুক্ত রাখতে কাজ করি। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলোও যদি উদ্যোগী হয়, তাহলে মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।”
এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।