অস্ত্রের মুখে এক হাটের গরু অন্য হাটে নামানোর অভিযোগে আটক ৩
Published: 3rd, June 2025 GMT
বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কোরবানির হাটের উদ্দেশে আসা গরু জোর করে অন্য হাটে নামানোর অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের সুলতান মাহমুদ আপন, একই ওয়ার্ডের রুহুল আমিন ও মো. জহিরুল ইসলাম।
মঙ্গলবার (৩ মে) সিদ্ধিরগঞ্জ সেনা ক্যাম্প থেকে নিশ্চিত করা হয়েছে। এরআগে সোমবার দিবাগত রাত ১১ টায় বন্দর থানার চৌরাপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। নারায়ণগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন রাগিব অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
সেনা সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর কাছে অভিযোগ আসে যে, শীতলক্ষ্যা নদীপথে গরুবোঝাই একটি ট্রলার সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে আসছিল। ট্রলারটি বন্দর অংশের কাছে পৌঁছালে একদল দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এটির গতি রোধ করে।
একপর্যায়ে ব্যাপারীদের অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ওই ট্রলারে থাকা সব গরু বন্দরের হাটে নিয়ে যাওয়া হয়। পরে অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং জোরপূর্বক নামানো গরু নাভানার হাটে হস্তান্তর করে। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সংস্কৃতিসেবীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সংস্কৃতিসেবীদের উন্নয়নে কাজ করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো অসচ্ছল সংস্কৃতিসেবীদের আর্থিক সহায়তা প্রদান।
এছাড়াও, সুস্থ ধারার সংস্কৃতি বিকাশের জন্য সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা এবং সংস্কৃতিসেবীদের উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরে নারায়ণগঞ্জ জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে মাসিক কল্যাণ ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা কালচারাল অফিসার শারমিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইনসহ সংস্কৃতি শিল্পীরা।
এ সময় জেলা প্রশাসক আরও বলেন, সরকার স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক উৎসব, মেলা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা সংস্কৃতিসেবীদের কাজের সুযোগ সৃষ্টি করে এবং তাদের উৎসাহিত করে।
আলোচনা শেষে তিনি ২২ জন সংস্কৃতি সেবীর হাতে ৪ লাখ ৪৮ হাজার টাকার চেক তুলে দেন।