নোয়াখালী জেলা যুবদল নেতা নয়ন বহিষ্কার
Published: 3rd, June 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নোয়াখালী জেলা কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নকে বিভিন্ন অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। নয়নের বিরুদ্ধে চাঁদাবাজি এবং পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা অনাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদাবাজি এবং পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা বিষয়ে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নয়নকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
আরো পড়ুন:
বৈষম্যবিরোধী আন্দোলনের গোবিপ্রবি শাখার ২ নেতাকে সাময়িক বহিষ্কার
চবিতে শিক্ষক-সাংবাদিকের ওপর হামলা: ৪ জনের শাস্তি, ৬ জনের মুক্তি
এতে আরো বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়।
নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জানান, দলের নাম ভাঙিয়ে কেউ যদি অপরাধে জড়িত থাকে, তাহলে তার দায়ভার দল নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নেয়া হবে।
চাঁদাবাজি, পেশিশক্তি, অনিয়ম থেকে বিরত থাকার জন্য নোয়াখালী জেলা যুবদলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা/সুজন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য বদল র স
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত