রাতে ফ্রান্স-স্পেন ক্ল্যাসিকো, যেমন হতে পারে একাদশ
Published: 5th, June 2025 GMT
ইউরোপের দুই হেভিওয়েট দল আজ বাংলাদেশ সময় রাত ১টায় নেশন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। স্পেন অপেক্ষা করে আছে চার বছর আগে ফ্রান্সের কাছে উয়েফার এই টুর্নামেন্টের ফাইনালে হারের বদলা নিতে।
ফ্রান্স সময় গুনছে গত বছর ইউরোর সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে। জার্মানির স্টুর্টগার্টে রাতের এই জমজমাট ম্যাচে খণ্ড খণ্ড আরও যুদ্ধ চলবে। যেখানে লামিনে ইয়ামালের কাছে এল ক্ল্যাসিকো হারার যন্ত্রণা ভুলতে চাইবে কিলিয়ান এমবাপ্পে।
টক্কর আরও থাকছে ইয়ামাল আর দেজিরো দোয়ের সঙ্গেও। মাত্রই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির হয়ে জোড়া গোল করেছেন দোয়ে, তাঁর সেই পারফরম্যান্সের জন্যই ‘চ্যাম্পিয়ন্স লিগের সেরা তরুণ’ পুরস্কারটি হাতছাড়া হয়েছে ইয়ামালের।
আজকের এ ম্যাচটিতে আরেক সমীকরণও লুকিয়ে আছে। ব্যালন ডি’অর জয়ের লড়াই জমে উঠেছে ডেম্বেলে ও ইয়ামালের মধ্যে। নেশন্স লিগের ফাইনাল ও শিরোপা শেষ পর্যন্ত ব্যালন ডি’অরের নির্ধারক হতে পারে।
দল হিসেবে ফ্রান্স দুর্দান্ত। রক্ষণে উইলিয়াম ইব্রাহিম কোনাতে, কালুলু কিংবা থিও হার্নান্দেজরা আছেন। যদিও প্রথম পছন্দের উইলিয়াম সালিভা ও দায়োত উপামেকানো ইনজুরিতে। মিডফিল্ডে র্যাবিওট ও মাইকেল অলিসের মতো ফুটবলার আছেন। আক্রমণে এমবাপ্পে, ডেম্বেলে ও দোয়ের জুটি জমলে তো কথাই নেই।
স্পেন তারুণ্য নির্ভর এক দল। যারা বড় নাম হয়ে ওঠার অপেক্ষায় আছেন। তবে সবাই ঠিক অত বড় নাম নন। তবে কোচ লা ফুয়েন্তের সিস্টেমে সকলেই দারুণ কার্যকর। ফরোয়ার্ড লাইনের মোরাতা একমাত্র অভিজ্ঞ। তার সঙ্গে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের সমন্বয় দারুণ। মিডফিল্ডে পেদ্রি, অলমো ও ফ্যাবিয়ান রুইজ ম্যাচ নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট। রক্ষণে পাও কুবার্সি ও ডিন হুইসেন একেবারেই তরুণ। তবে শীর্ষ পর্যায়ে প্রমাণিত।
ফ্রান্সের সম্ভাব্য শুরুর একাদশ: মাইক ম্যাইগনান, পেরি কালুবা, ইব্রাহিম কোনাতে, ক্লিমেন্ট লেংলে, থিও হার্নান্দেজ, মানু কোনে, আন্দ্রে র্যাবিওট, ওসমান ডেম্বেলে, মাইকেল অলিস, দিজেরি দোয়ে, কিলিয়ান এমবাপ্পে।
স্পেনের সম্ভাব্য শুরুর একাদশ: উনাই সিমন, অস্কার মিংগুয়েজা, পাও কুবার্সি, ডিন হুইসেন, মার্ক কুকুরেয়া, পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, লামিনে ইয়ামাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, আলভারো মোরাতা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল য় ন এমব প প উইল য় ম ফ ইন ল
এছাড়াও পড়ুন:
জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
জুলাই সনদের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে ধাপে ধাপে জড়ো হয়েছেন শতাধিক আন্দোলনকারী। ফলে শাহবাগ মোড়ের উভয়মুখেই যান চলাচল বন্ধ রয়েছে, আশপাশের রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট।
জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ও শাহবাগ থানার মুখে, এমনকি আশপাশের মোড়গুলোতেও আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা গেছে।
রেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের একাংশ জুড়ে ব্যানার, পোস্টার ও জাতীয় পতাকা নিয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
আন্দোলনকারীরা ‘জুলাই সনদ’ নামে একটি প্রস্তাবিত ঘোষণাপত্র প্রকাশ করেছেন, যেখানে ২০২৪ সালের গণঅভ্যুত্থনে নিহতদের ‘জুলাই শহীদ (জাতীয় বীর)’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা (বীর)’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে তাদের জন্য আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং সম্মানজনক ভাতা নিশ্চিত করার দাবি রয়েছে।
এর দ্বিতীয় ধারায় বলা হয়েছে, শহীদ পরিবার ও আহতদের কল্যাণ রাষ্ট্রের ‘অবিচ্ছেদ্য কর্তব্য’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এদের প্রতি অবহেলা বা অধিকার হরণকে রাষ্ট্রদ্রোহ বা বিশেষ অপরাধ হিসেবে গণ্য করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়েছে।
জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।
তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তেরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।
ঢাকা/রায়হান/ইভা