ভারতীয় বাংলা সিনেমার তারকা জুটি প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেবশ্রী রায়। পর্দায় এ জুটির রোমান্স দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। রুপালি পর্দার রোমান্স ব্যক্তিগত জীবনেও গড়ায়। ভালোবেসে দেবশ্রী রায়কে বিয়ে করেন প্রসেনজিৎ। কিন্তু কয়েক বছর পরই এ বিয়ে ভেঙে যায়। তারপর  দুজনের পথ আলাদা হয়ে যায়।

বিয়ে ভেঙে যাওয়ার প্রায় তিন দশক পর প্রথম বিয়েবিছেদ নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ। দেবশ্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন এই অভিনেতা।

টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, একটা সময় ছিল যখন খুবই কম কাজ করতাম। এতটাই হতাশায় ডুবে গিয়েছিলাম যে, ঠিকমতো কাজ করতেও পারছিলাম না। আমরা একে অপরকে দোষারোপ করতাম, মানসিকভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলাম যে সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলাম না।

আরো পড়ুন:

তানিন সুবহার জীবনের অজানা অধ্যায়

শাকিব খান সম্পর্কে এই চমকপ্রদ তথ্যগুলো জানেন?

ব‌্যক্তিগত জীব‌নের পাশাপা‌শি পেশাগত কার‌ণে হতাশাগ্রস্ত হ‌য়ে প‌ড়ে‌ছি‌লেন প্রসেনজিৎ। এ তথ‌্য জা‌নি‌য়ে তি‌নি বলেন, ‘‘যে সময় আমি হতাশায় ডুবে ছিলাম, ঠিক সেই সম‌য়ে শীর্ষস্থানীয় সংবাদপত্রে বাংলা অভিনেতাদের নাম প্রকাশ হয়েছিল যেখানে এক থেকে দশের মধ্যে আমার নাম ছিল না। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দিক থেকেও তখন ভীষণ চিন্তায় ছিলাম আমি।’’

খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠার গল্প জা‌নি‌য়ে প্রসেন‌জিৎ বলেন, ‘‘আমি যখন আবার সেটে ফিরে আসি, তখন একসঙ্গে নয়টি সি‌নেমায় চুক্তিবদ্ধ হই। এটা আমার কাছে একটা আশীর্বাদ ছিল। আমার মনে হয়েছিল আবেগ প্রকাশের কোনো মানে হয় না। সবকিছুর জন্য নির্দিষ্ট একটি স্থান থাকে। আমারও একটি ছোট্ট বাগান আছে, সেটাই আমার নিজস্ব জায়গা। সেই সময় ৩০ দিন সময় নিয়েছিলাম নিজেকে ফিরিয়ে আনার জন্য। নিজেকে বুঝিয়েছিলাম কেঁদে কোনো লাভ নেই।’’

দেবশ্রী-প্রসেনজিৎ অনেক ছোট‌বেলা থে‌কে একে অপরকে চিনতেন। দেবশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রসেনজিৎ অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে প্রেম করেন। কিন্তু এই বিয়েও ভেঙে যায়। বর্তমানে অর্পিতাকে বিয়ে করে সুখে সংসার করছেন। 

ঢাকা/শান্ত/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ন

এছাড়াও পড়ুন:

এক শো, দুই তারকা

টক শো সঞ্চালক হয়ে আসছেন নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় তারকা কাজল ও টুইংকেল খান্না। অ্যামাজন প্রাইম ভিডিওতে শিগগিরই শুরু হচ্ছে তাঁদের অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’। মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোয়ের ট্রেলার উন্মোচন হয়ে গেল গত সোমবার। শোয়ের ট্রেলারে দেখা গেছে বলিউডের প্রথম সারির অনেক তারকাকে। এক ঝলকেই উপস্থিত ছিলেন আমির খান-সালমান খান, গোবিন্দা-চাংকি পান্ডে, বরুণ ধাওয়ান-আলিয়া ভাট, ভিকি কৌশল-কৃতি শ্যানন, করণ জোহর-জাহ্নবী কাপুর। তবে শোয়ের নির্মাতারা জানিয়েছেন, এটি কেবলই ঝলক। পুরো শোতে অতিথির তালিকা হবে আরও সমৃদ্ধ।

ট্রেলার উন্মোচনের দিন কাজল ও টুইংকেলকে প্রাণবন্ত মেজাজে দেখা গেছে। সবচেয়ে আলোচনায় ছিল তাঁদের পরস্পরের আন্তরিক সম্পর্ক। মঞ্চে দাঁড়িয়ে টুইংকেল কাজলকে বন্ধু বলতে একেবারেই নারাজ। মজার ছলে জানান, ‘শোতে কাজলকে আমি বোন বলেছি। আমরা বন্ধু নই, আমরা বোন। আমরা একে অপরকে নিয়ে ঠাট্টা-তামাশা করি, বিদ্রুপও করি, আবার একই সঙ্গে একে অপরকে ভরসা দিই। এটাই আমাদের আসল বন্ডিং।’ টুইংকেলের কথা শুনে কাজলও হাসিমুখে তা সমর্থন করেন। দুজনের প্রাণবন্ত আড্ডা সেদিনই উপস্থিত দর্শকদের আশ্বস্ত করেছে যে টু মাচ হবে প্রাণখোলা হাসি-ঠাট্টায় ভরপুর।

মুম্বাইয়ের অনুষ্ঠানের প্রচারে কাজল ও টুইঙ্কেল খান্না। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • এক শো, দুই তারকা