নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় মামুন মিয়া নামে এক মুদি দোকানি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন খোকা মিয়া নামে আরেক যুবক। 

মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন ওই এলাকার আব্দুল মন্নাফের ছেলে ও খোকা মিয়া একই এলাকার কবির মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুলতা ইউনিয়ন যুবদল নেতা বাদল মিয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে রাজনীতি করেন। অন্যদিকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের সঙ্গে রাজনীতি করেন ভুলতা ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু। এই দুই গ্রুপের মাঝে এলাকার নানা আধিপত্য নিয়ে বিরোধ রয়েছে। মঙ্গলবার বিকেলে বাদল মিয়া ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে বাবুর সমর্থক খোকা মিয়াকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে এসে নির্যাতন করে এবং হাত-পা ভেঙে দেয়। পরে বাবু ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে খোকাকে উদ্ধার করতে যায়।

পরে বাদলের লোকজনের সঙ্গে বাবুর লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বাদল মিয়ার ভাই মুদি দোকানি মামুন মিয়া মাথায় গুলিবিদ্ধ হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং খোকা মিয়াকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে আটটায় মামুন ঢামেক হাসপাতালে মারা যান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, গোলাগুলি ও সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ হত য ন র য়ণগঞ জ র ল কজন স ঘর ষ ব এনপ

এছাড়াও পড়ুন:

ছাত্রদলের তিন নেতাসহ আটক ৫, রিভলবার-গুলি উদ্ধার

খুলনা সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন মুন্না এবং শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শামীম হোসেনসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের ৩টি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

আটক অন্য দু’জন হলেন- চানমারী মাস্টারপাড়া এলাকার মিরাজ ও নীরব ইসলাম জিয়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার মধ্য রাত থেকে নগরীর শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় যৌথ অভিযান শুরু করেন পুলিশ ও সেনা সদস্যরা। ভোর সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চলে। এ সময় চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে রিভলবার, গুলি এবং ২৭০ ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়। 

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলিসহ ৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পৃথক পৃথক মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ