বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সুবিধার জন্য লিখিত পরীক্ষার প্রস্তুতির পরামর্শ প্রকাশ করা হচ্ছে। আজ চতুর্থ পর্বে থাকছে, সাক্ষ্য আইন ১৮৭২ বিষয়ে প্রস্তুতির পরামর্শ। পরামর্শ দিয়েছেন ঢাকা জজকোর্টের আইনজীবী রিয়াজুর রহমান।

প্রতিবারের মতো এবারও আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় সাক্ষ্য আইন ১৮৭২ থেকে দুটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ১৫।

১৬৭টি ধারা নিয়ে সাক্ষ্য আইন ১৮৭২। আইনটি যেহেতু সাক্ষ্য, প্রমাণ, জবানবন্দি ও জেরাসংক্রান্ত, তাই দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের মামলায় এটি ব্যবহৃত হয়। ফলে সাক্ষ্য আইনের প্রতিটি ধারা, উপধারা ও ব্যাখ্যা বেশ গুরুত্বসহকারে পড়তে, লিখতে ও বুঝতে হবে। এরপরও আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় বেশির ভাগ সময়ে নির্দিষ্ট অধ্যায় বা অংশ থেকে প্রশ্ন আসে। ফলে অধিক চর্চিত ধারাগুলো গুরুত্বসহকারে পড়তে হবে।

বেশি বেশি যা পড়বেন

সাক্ষ্য আইনের শুরুতেই বেশ কিছু সংজ্ঞা প্রদান করা হয়েছে। এই সংজ্ঞাগুলো টিকা বা শর্ট নোট আকারে পরীক্ষায় আসতে পারে। ফলে সংজ্ঞাগুলো পড়তে হবে। পরের অংশে অনুমান, ঘটনার প্রাসঙ্গিকতা, স্বীকৃতি, দোষ স্বীকারোক্তি, ১৬৪ ধারায় স্বীকারোক্তির রেকর্ড করার আইনি আনুষ্ঠানিকতা, সহ–আসামির স্বীকারোক্তির ওপর ভিত্তি করে অপর আসামিকে শাস্তি দেওয়া যায় কি?, মৃত্যুকালীন ঘোষণা, যদি মৃত্যুকালীন ঘোষণাকারী বেঁচে যায়, তার ফলাফল কী হতে পারে বিশারদের অভিমত, যেসব ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, পারিপার্শ্বিক সাক্ষ্য, বিচার্য বিষয়, সত্যায়িত দলিলের প্রমাণ, প্রমাণের দায়িত্ব, এস্টোপেল, সাক্ষীর পরীক্ষা, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, প্লি অব অ্যালিবাই কী? ইঙ্গিতবাহী প্রশ্ন, বৈরী সাক্ষীর সংশ্লিষ্ট ধারা, ব্যাখ্যা ও উদাহরণগুলো ভালোভাবে পড়তে হবে।

লিখিত পরীক্ষায় বেশির ভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হন প্রশ্ন না বুঝে লেখার কারণে। ফলে সংশ্লিষ্ট আইনের ওপর বিগত সালে যত ধরনের প্রশ্ন এসেছে, সব কটির সমাধান করতে হবে। প্রশ্নগুলো একবার হলেও পড়তে হবে। এতে প্রশ্নপত্রের প্রশ্নগুলো সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। মূলত বেয়ার অ্যাক্ট বা মূল আইনে ধারার শিরোনাম ও ধারার বক্তব্য সুসংগঠিতভাবে লেখা থাকে। কিন্তু পরীক্ষায় প্রশ্ন হুবহু মূল আইনের ধারার মতো হবে না। ধারার সঙ্গে মিল রেখে কৌশলী বা সমস্যামূলক প্রশ্ন আসবে। ফলে আগে থেকেই এ সম্পর্কে সচেতনভাবে পড়াশোনা করতে হবে।

পরীক্ষার হলে যেভাবে লিখবেন

কয়েক বছর ধরেই আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় সরল বাক্যে প্রশ্নের পরিবর্তে সমস্যামূলক প্রশ্ন বেশি আসছে। ফলে সমস্যামূলক প্রশ্নের উত্তর লেখার কয়েকটি ধরন আয়ত্ত করতে হবে। একই সঙ্গে মনে রাখতে হবে, এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। ফলে প্রশ্নপত্রে যেকোনো ধরনের প্রশ্নই আসতে পারে। তাই রচনামূলক প্রশ্নের প্রস্তুতিও থাকতে হবে। অনেক সময় দেখা যায়, কোনো একটি ধারার গুরুত্বপূর্ণ উদ্ধৃতি প্রশ্নে হুবহু তুলে দিয়ে ব্যাখ্যা করতে বলা হয়। আবার কখনো কখনো একটি বা একাধিক ধারার কনসেপ্টের সঙ্গে মিল রেখে প্রশ্ন করা হয়, যা ধারার মধ্যে সরাসরি বলা নেই। তবে ধারার মূল বক্তব্যের সঙ্গে মিলে যায়। এসব প্রশ্নকে ট্রিকি বা কৌশলী প্রশ্ন বলা হয়। যেমন মাঝেমধ্যেই একটি প্রশ্ন আসে—প্লি অব অ্যালিবাই কী? ব্যাখ্যা করুন। সাক্ষ্য আইনের কোথাও সরাসরি প্লি অব অ্যালিবাইয়ের কথা উল্লেখ নেই। তবে এটি একটি প্রতিষ্ঠিত নীতি, যা সাক্ষ্য আইনের দুটি ধারার সঙ্গে মেলে। চলুন দেখে নিই, এই প্রশ্নের উত্তর কীভাবে লেখা উচিত—প্লি অব অ্যালিবাইয়ের অর্থ হচ্ছে অন্যত্র। অর্থাৎ যে ঘটনার জন্য কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তিনি চাইলে ডিফেন্স হিসেবে বলতে পারেন, তিনি ঘটনার সময় উক্ত স্থানে ছিলেন না।

কাজী মাহবুবুদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র, ৫৭ ডিএলআর (২০০৫) ৫১৩ মামলায় বলা হয়, অ্যালিবাই অভিযুক্তের পক্ষ থেকে আত্মরক্ষার জন্য ব্যবহার করা সুবিধাজনক শব্দ, যার অর্থ ঘটনাটি ঘটার সময় তিনি ঘটনাস্থল থেকে এত দূরে ছিলেন যে অপরাধে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না।

সাক্ষ্য আইনের ১১ ও ১০৩ ধারায় এ–সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের ১০৩ ধারা অনুসারে আসামি যদি প্রমাণ করাতে চান, তিনি অপরাধ সংঘটনের সময়ে ঘটনাস্থলে ছিলেন না (অর্থাৎ প্লি অব অ্যালিবাইয়ের দাবি), তাহলে উক্ত দাবিটি দাবিকারকেরই প্রমাণ করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট কোনো ঘটনার অস্তিত্ব যে দাবি করবে, তাকেই তা প্রমাণ করতে হবে।

উদাহরণ: ‘এ’ চুরির দায়ে ‘বি’কে অভিযুক্ত করে। ‘এ’ আদালতকে বিশ্বাস করাতে চায়, ‘বি’ চুরির কথা ‘সি’–এর কাছে স্বীকার করেছে। এখন স্বীকৃতির বিষয়টি ‘এ’কে প্রমাণ করতে হবে। অপর দিকে ‘বি’ আদালতকে বিশ্বাস করাতে চায়, সে অপরাধ সংঘটনের সময়ে অন্য জায়গায় ছিল। এটা ‘বি’কে প্রমাণ করা হবে।

লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীরা যদি এভাবে সংশ্লিষ্ট আইন, কেস রেফারেন্স ও উদাহরণ দিয়ে লিখতে পারেন, তবে সাক্ষ্য আইনে ভালো নম্বর পাওয়া সম্ভব।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত ল ক ভ ক ত র ল খ ত পর ক ষ ল খ ত পর ক ষ য় স ক ষ য আইন র অব অ য ল ব ই পর ক ষ র আইনজ ব র সময় ঘটন র

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং একটি আসন কমিয়ে তিনটি আসন করার নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

আরো পড়ুন:

মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটার বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা ছাত্রলীগ নেতার রিট বাতিল 

বাগেরহাট প্রেস ক্লাব ও অন্যান্যদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন রিট পিটিশন দাখিল করেন। এছাড়া চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল একই বিষয়ে পৃথক রিট পিটিশন করেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন বলেন, “আমরা রিট পিটিশন করেছি। আদালত আমাদের কথা শুনেছেন এবং ১০ দিনের রুল জারি করেছেন। আশা করি, আদালতে ন্যায়বিচার পাব এবং বাগেরহাটের চারটি আসন বহাল থাকবে।”

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এরপর থেকে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন আন্দোলন শুরু করে। চারটি আসন বহালের দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নেয় তারা।

তবে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাট-১ (সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) নির্ধারণ করা হয়। অথচ দীর্ঘদিন ধরে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষতিপূরণের বিরুদ্ধে আপিল করতে ২৫ শতাংশ অর্থ জমা দেওয়ার বিধান প্রশ্নে রুল
  • আইনজীবী সোমার মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া
  • এনায়েত করিম ও গোলাম মোস্তফা পাঁচ দিন রিমান্ডে
  • যে ১০ কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয়
  • ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়া প্রশ্নে রুল
  • বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে নির্দেশ কেন নয়: হাইকোর্ট
  • বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট 
  • পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে নির্মাণকাজে স্থিতাবস্থা আপাতত বহাল, চলবে না কার্যক্রম
  • চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে নির্বাচন কার্যালয় ঘেরাও, উচ্চ আদালতে দুটি রিট
  • বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড