নগর পত্তনের চিহ্ন থাকে নদীর কাছে। পূতি গন্ধময়, কালো পানির বুড়িগঙ্গার বাঁকে এমন এক ইতিহাসের গল্প হচ্ছে ‘ভাসমান বোর্ডিং’। বাংলাদেশে ভাসমান বোর্ডিং ব্যবসার বয়স এখন ৫৯ বছর। বারো মাস পানির ওপর ভেসে থাকা লঞ্চ আকৃতির এই বোর্ডিংয়ে ঠাঁই পান নিম্ন আয়ের শ্রমজীবী, বিপদাপন্ন অথবা অভিমানে একা হওয়া মানুষেরা। জনপ্রতি দিনের খরচ ৫০ থেকে ১৫০ টাকা। রাজধানীর মিটফোর্ড ঘাটে বর্তমানে আছে এমন চারটি বোর্ডিং। আরেকটি পরিত্যক্ত হয়ে আটকে আছে বুড়িগঙ্গার শুকনো পাড়ে। এসব বোর্ডিংয়ে উঠতে হয় শহর রক্ষা বাঁধ থেকে অনেকটা ঢালুতে নেমে, বাঁশের সাঁকো ধরে।

বুড়িগঙ্গা বোর্ডিংয়ের ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা বললেন, ভাসমান বোর্ডিংয়ের বাসিন্দাদের জীবন চলে ঘাটে লঞ্চ ভেড়ার সময়সীমার সঙ্গে মিলিয়ে। অধিকাংশই ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ও হকার। তবে দূর থেকে মিটফোর্ড হাসপাতালে রোগী নিয়ে আসা সংগতিহীন স্বজনেরাও আসেন থাকতে। গত শতকের ষাটের দশকে লালকুঠির শ্যামবাজার ঘাটে শুরু হওয়া এই ব্যবসা সময়ে সময়ে ঠাঁই পেয়েছে বুড়িগঙ্গার ভিন্ন ভিন্ন ঘাটে।

কারা থাকেন, কত খরচ

বাঁধের সরু জায়গায় দাঁড়িয়ে মনে হবে যেকোনো সময় হুইসেল বাজিয়ে লঞ্চ ছেড়ে দেবে। আদতে এটা স্থির কাঠামো। লঞ্চের মতো এ জায়গায় ভাড়াটে বাসিন্দারা দোতলার খোলা ছাদে দড়ি টাঙিয়ে জামাকাপড় শুকাতে দিয়েছেন। তবে বোর্ডিংয়ে উঠে ভেতরে পা বাড়ালেই চেপে ধরবে অন্ধকার। লম্বা সরুমতো একটা পথ যাতায়াতের। দুপাশ দিয়ে ছোট ছোট ঘরের দরজা। এসব ঘরই কেবিন, যার ভাড়া ১২০ থেকে ১৫০ টাকা করে।

মাথা নিচু করে সেসব দরজা দিয়ে প্রবেশ করতেই বিছানা শুরু। ঘরের সীমানাও শেষ তোশকের শেষ কোনায়। মাথার ওপর একটা বাল্ব জ্বলে যেন অন্ধকারকে আরও ডেকে আনছে। আছে মুঠোফোন চার্জ দেওয়ার ব্যবস্থা। সিলিং ফ্যানের ভাবনা দূরস্থান। তবে শীতকালে দরকারও হয় না। এখানে ঢালাই বিছানাতেও থাকার ব্যবস্থা আছে। সেখানে খরচ ৫০ টাকা করে। এত কম মূল্যে ঢাকা শহরের আর কোথাও থাকার ব্যবস্থা সম্ভবত নেই। প্রতিটি লঞ্চে ৫০ থেকে ৬০ জন করে থাকার ব্যবস্থা আছে।

এসব বোর্ডিংয়ে উঠতে হয় শহর রক্ষা বাঁধ থেকে অনেকটা ঢালুতে নেমে, বাঁশের সাঁকো ধরে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ব যবস থ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ