স্কুল-কলেজে প্রায় ১২ বছর ইংরেজি শেখার পরও আমাদের ইংরেজিভীতি কাটে না। কেন? মূল কারণ—চর্চা না করা। আমরা ইংরেজিকে স্রেফ একটা ভাষা নয়, ‘পরীক্ষার বিষয়’ ভাবি। জড়তার জন্যই হোক, কিংবা প্রয়োজনীয় সুযোগের অভাব, আনন্দ নিয়ে ভাষাটা আর শেখা হয়ে ওঠে না।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে এসব বাধা অতিক্রম করা কিন্তু খুব সহজ। এমন অনেক ওয়েবসাইট, অ্যাপ আছে, যা আপনাকে ইংরেজি চর্চা করতে সাহায্য করবে। চ্যাটজিপিটি নামের টুলটি যেমন এখন বেশ জনপ্রিয়। এটি ব্যবহার করে আপনি ইংরেজি বলা ও লেখার দক্ষতা ঝালাই করে নিতে পারেন।

লেখালেখি শিখতে চ্যাটজিপিটি

ইংরেজি নিবন্ধ বা রচনা লেখার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি চ্যালেঞ্জ অনুভব করি। কোন শব্দ ব্যবহার করব, কীভাবে বাক্য গঠন করব, কীভাবে লেখাটি প্রাসঙ্গিক ও প্রাঞ্জল হবে? চ্যাটজিপিটি এ ক্ষেত্রে শুধু যে আপনার লেখার ভুলত্রুটি ধরিয়ে দেবে তা নয়, পরামর্শক হিসেবে কীভাবে লেখাটি ভাষাগত দিক থেকে আরও উন্নত করা যায়, এ-ও বলবে।

প্রথমে নিজের মতো করে একটি রচনা লিখুন। তারপর চ্যাটজিপিটিকে বলতে পারেন—Please correct my English writing and give feedback on grammar and sentence structure (আমার ইংরেজি লেখায় কোনো ভুল থাকলে সংশোধন করে দাও। ব্যাকরণ ও বাক্যের ধরনের ক্ষেত্রে কোনো পরামর্শ থাকলে তা-ও জানাও)। চাইলে আপনি প্রম্পটগুলো বাংলাতেও লিখতে পারেন। কিন্তু ইংরেজিতে লিখলে লেখালেখির চর্চাটাও হয়ে যাবে। চাইলে চ্যাটজিপিটিকে একটি নির্দিষ্ট বিষয়ে রচনা লিখে দিতেও বলতে পারেন। যেমন: Write a 150-word paragraph on climate change for university students.

চ্যাটজিপিটির সুবিধা হলো, আপনি যেভাবে ওকে ভুল ধরিয়ে দিতে বলবেন, যেভাবে সাহায্য চাইবেন, ও ঠিক সেভাবেই উপস্থাপন করবে।

ইংরেজি বলা শিখতে চ্যাটজিপিটি

ইংরেজি বলা শিখতে হলে চর্চার কোনো বিকল্প নেই। একসময় বলা হতো, বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলো, তাহলে জড়তা কেটে যাবে। কিন্তু সংকোচের কারণে, কিংবা জুতসই সঙ্গী না পাওয়ার কারণে আমরা অনেকেই এই উদ্যোগ নিতে পারতাম না। চ্যাটজিপিটি থাকায় কিন্তু এ সমস্যা আর নেই। যেকোনো জায়গায় বসে, যখন খুশি চ্যাটজিপিটির সঙ্গে ইংরেজিতে আলাপ চালিয়ে যেতে পারেন। শুধু ইন্টারনেট সংযোগ আর মুঠোফোন থাকলেই হলো। চ্যাটজিপিটিকে বলুন, Let’s have a conversation in English. Pretend you’re a foreign student, and I’m introducing myself. এরপর চ্যাটজিপিটিই হয়তো আপনাকে প্রশ্ন করবে, Hi, nice to meet you! Where are you from?

আরও পড়ুনচ্যাটজিপিটি ব্যবহারের বিপদগুলোও জেনে রাখুন১৮ মে ২০২৫

ভুলভাল যা-ই হোক, আপনি আলাপ চালিয়ে যান। চ্যাটজিপিটিকে বলুন, Please correct my response and make it better. প্রতিদিন ১০ মিনিট করে আপনি বিনা মূল্যে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এতে করে আপনার ইংরেজিটা আরও প্রাঞ্জল ও আধুনিক হয়ে উঠবে। বিস্তারিত জানতে এই লিংক দেখতে পারেন।

শব্দভান্ডার বাড়ানো ও ব্যাকরণ শেখা

ইংরেজি শেখার মূল ভিত্তি হলো শব্দভান্ডার ও ব্যাকরণ। চ্যাটজিপিটি এই অংশটিকেও দারুণভাবে সহজ করে তুলেছে। নতুন শব্দ শেখার জন্য লিখুন, Give me 10 new academic English words with meanings and example sentences. ব্যাকরণ বোঝার জন্য লিখতে পারেন, Explain the difference between present perfect and past simple with examples. চ্যাটজিপিটি আপনাকে বিভিন্ন শব্দ উদাহরণ দিয়ে শেখাবে। যদি বলেন, ‘আমাকে তিন মাসের একটা কোর্স ডিজাইন করে দাও। প্রতিদিন তুমি আমাকে ১০টা করে নতুন ইংরেজি শব্দ শেখাবে।’ তাহলে সেই অনুযায়ী-ই চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করবে। নতুন শব্দ শেখার সময় এর প্রতিশব্দ, বিপরীত শব্দগুলোও জেনে নিন। নিজে নিজে বাক্য গঠন করে চ্যাটজিপিটিকে দেখান। কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্ল্যাটফর্মই আপনার ভুলত্রুটি ধরিয়ে দেবে।

আইইএলটিএস, বিসিএসসহ বিভিন্ন চাকরির প্রস্তুতি

আইইএলটিএস, বিসিএসসহ বিভিন্ন চাকরির ইন্টারভিউ বা বিদেশে মাস্টার্সের আবেদন প্রস্তুতির সহায়তাও নিতে পারেন চ্যাটজিপিটির মাধ্যমে। ধরা যাক আপনি লিখলেন, Give me a mock IELTS speaking test with feedback. কিংবা Prepare common HR interview questions with sample answers. চ্যাটজিপিটি হয়তো আপনার কাছ থেকে আরও কিছু তথ্য জানতে চাইবে। সেই অনুযায়ী উত্তর করলেই আপনি কাঙ্ক্ষিত সহায়তা পেয়ে যাবেন।

মনে রাখবেন, হুবহু চ্যাটজিপিটি থেকে কপি-পেস্ট করার অভ্যাস আপনাকে বিপদে ফেলতে পারে। এই প্ল্যাটফর্মকে বরং আপনার দক্ষতা উন্নয়নে কাজে লাগান। একে গাইড হিসেবে ব্যবহার করুন।

আরও পড়ুনচ্যাটজিপিটি ছাড়া আরও যেসব এআই টুল আপনার জীবন সহজ করবে০১ জুন ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র ব য করণ আপন র আপন ক

এছাড়াও পড়ুন:

বিএনপি ও জামায়াতের কাছে কেন আরপিওর ২১ ধারা গুরুত্বপূর্ণ হয়ে উঠল

নির্বাচনের আগেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে অনেকটাই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এ নিয়ে গত ছয় দিনে দল দুটির পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে নির্বাচন-সংক্রান্ত আইন আরপিওর ২১ ধারার সংশোধনীর পরিবর্তন। জামায়াত মনে করে, সরকার বিএনপির চাপে নতি স্বীকার করে উপদেষ্টা পরিষদে অনুমোদিত খসড়া সংশোধনী বাতিল করেছে। আর বিএনপি মনে করে, জামায়াত নির্বাচন পেছাতে চায়।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশের খসড়ায় ২১ ধারার পরিবর্তন করে; যা গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। আরপিওর ২১ ধারা সংশোধনীর ওই পরিবর্তন বহাল থাকলে কোনো দল জোটগত নির্বাচন করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে বাধ্য ছিল। ৩০ অক্টোবর সেটি আবার পরিবর্তন করার সিদ্ধান্ত হয়। তাতে জোটগত নির্বাচন করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করার বাধ্যবাধকতা থাকছে না। এতে জামায়াত বেশ ক্ষুব্ধ হয়।

যদিও সরকারের দিক থেকে এই নতুন সিদ্ধান্তের তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে সরকার-সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে সেটি শুধু বিএনপির দাবির কারণে নয়, ছোট বিভিন্ন দলেরও দাবি ছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘সরকার নিশ্চিত করেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। আমরা সরকারের কথায় বিশ্বাস করি। সুতরাং এখন থেকে আমাদের সব কার্যক্রম নির্বাচনকেন্দ্রিক। এখন সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী কীভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে, সেটি তাদের বিষয়। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে যতটুকু সহযোগিতা দেওয়া দরকার, সেটা বিএনপি করবে।’

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। যতই সময় যাচ্ছে...একটা পুরোপুরি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি

এ দিকে আজ সোমবার বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত সভা হবে। তবে অন্য দিন রাতে সভা হলেও আজ দুপুর সাড়ে ১২টায় সভা বসবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজকের সভায় আলোচ্যসূচিতে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিষয় থাকবে। তবে জুলাই সনদ বাস্তবায়ন–সংক্রান্ত বিষয়টিও আলোচনায় আসতে পারে।

হঠাৎ কেন সামনে এল আরপিওর সংশোধনী

আরপিওর ২১ ধারার সংশোধন বিএনপি ও জামায়াতের কাছে হঠাৎ করে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, সে প্রশ্ন সামনে এসেছে। গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়। আরপিওর ২১ ধারার এই সংশোধনীর ফলে জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হতো। এতে জামায়াত খুশি হলেও বিএনপি ও তার সমমনা দলগুলো অস্বস্তিতে পড়েছিল। এ কারণে এর পরিবর্তন চেয়ে বিএনপি নির্বাচন কমিশন (ইসি) ও আইন উপদেষ্টাকে পৃথক চিঠি দেয়। এর পরেই সরকার আরপিওর ২১ ধারার পরিবর্তন না করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের ফলে জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন সিদ্ধান্তে বিএনপি উপকৃত হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হতো, এমন সিদ্ধান্ত কার্যকর হলে ভোটের হিসাব-নিকাশে ক্ষতিগ্রস্ত হতো বিএনপি। অন্য দিকে এতে লাভবান হয় জামায়াতসহ তার মিত্র দলগুলো। এর হিসাবটা হচ্ছে, ছোট দলগুলো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আছে একসঙ্গে নির্বাচন করার জন্য এবং সংসদ সদস্য পদে জোটের প্রার্থী হওয়ার আশায়। সে ক্ষেত্রে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীককে ছোট দলগুলোর নেতারা জয়ের ক্ষেত্রে ‘ভরসা’ হিসেবে দেখেন।

...যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা, আমরা সংস্কারে বন্ধ করতে চেয়েছিলাম, এগুলো ওনারা বন্ধ করতে দিচ্ছে না। সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের নায়েবে আমির, জামায়াত

এখন জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হলে ছোট দলগুলো বিএনপির সঙ্গে নির্বাচন করতে খুব আগ্রহী হবে না। এর কারণ দুটি। প্রথমত, বিএনপির সমর্থন পেলেও ব্যক্তি জনপ্রিয়তা না থাকলে ছোট দলগুলোর নেতাদের নিজ দলীয় প্রতীকে নির্বাচন করে জেতা কঠিন হয়ে পড়বে। অন্য দিকে জোটের প্রার্থী হিসেবে বিএনপি আসন ছাড় দিলেও দলের কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামলে ভোটে জেতা আরও কঠিন হয়ে পড়বে। সে ক্ষেত্রে বিদ্রোহীকে সরাতে বিএনপির নেতৃত্ব কতটা নিয়ন্ত্রণ করতে পারবে, সে প্রশ্নও আছে।

এ ছাড়া এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে যুগপৎ কর্মসূচিতে যে আটটি দল আছে, তারা আরপিওর ওই ধারা পরিবর্তনের পক্ষে। অর্থাৎ দলগুলো জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে—এর পক্ষে। এর জন্য দলগুলো যৌথ কর্মসূচিও করছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জামায়াত যে নির্বাচনী জোট বা নির্বাচনী সমঝোতা করতে চাইছে, সে দলগুলো পরস্পর আস্থাশীল। তাদের কাছে ‘দাঁড়িপাল্লা’ বা ‘হাতপাখা’ বা ‘রিকশা’ প্রতীক কোনো বিষয় নয়। সমঝোতা হলে সবাই ওই প্রতীকের পক্ষে এক হয়ে কাজ করবে। এ নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা নেই। অন্যদিকে বিএনপির জোটের ক্ষেত্রে ভাবনা হচ্ছে, ধানের শীর্ষ প্রতীক না দিলে ভোটের আগেই আসন হারানোর আশঙ্কা থাকবে।

গতকাল সকালে এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার দাবি করেন, একটি দলের সঙ্গে গোপন সমঝোতা করে সরকার আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল করা হলে সেটি ন্যক্কারজনক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে।

আরপিওর ২১ ধারার এই সংশোধনীর ফলে জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হতো। এতে জামায়াত খুশি হলেও বিএনপি ও তার সমমনা দলগুলো অস্বস্তিতে পড়েছিল। এ কারণে এর পরিবর্তন চেয়ে বিএনপি নির্বাচন কমিশন (ইসি) ও আইন উপদেষ্টাকে পৃথক চিঠি দেয়।

ঐকমত্য কমিশন সুপারিশের পর থেকেই উত্তাপ

২৮ অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ জমা দেয় ঐকমত্য কমিশন। কমিশন প্রস্তাব দিয়েছে—সংবিধান-সম্পর্কিত সংস্কার বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। এই সময়ের মধ্যে সংবিধান সংশোধন না করলে আপনা–আপনি সেটা সংবিধানে যুক্ত হবে। এ ছাড়া গণভোট কবে, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন নাকি তার আগে—সেটা ঠিক করবে সরকার।

চরম অনৈক্যের পরিস্থিতি তৈরি হয়েছে। এটি রাষ্ট্রের জন্য সুখকর নয়। যে রাজনৈতিক দলগুলো জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত ছিল, তারা কীভাবে হারানো ঐক্য ফিরে পেতে পারে, সেটি অন্তর্দৃষ্টি দিয়ে দেখা দরকার।অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ

বিএনপি প্রথমত ক্ষুব্ধ হয় বাস্তবায়নের সুপারিশ থেকে ভিন্নমত বাদ দেওয়ায়। এ ছাড়া সংবিধান সংস্কার পরিষদ গঠন, ২৭০ দিন সময় বেঁধে দেওয়া, সেটা না হলে আপনা-আপনি সংবিধানে যুক্ত হওয়া ইত্যাদি বিষয়ে দলটির আপত্তি আছে। দলটি গণভোট আগে নয়, জাতীয় নির্বাচনের সঙ্গে চায়। জামায়াতের অবস্থান এর পুরো বিপরীত।

এসব নিয়ে পরস্পরকে লক্ষ্য করে দল দুটির রাজনৈতিক বক্তৃতা-বিবৃতি ক্রমেই বাড়তে থাকে। জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির নেতাদের বক্তব্যে এটা আসছে যে জামায়াত নির্বাচন পেছাতে চায়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এমন বক্তব্য অবশ্য বিএনপি আরও আগে থেকেই দিয়ে আসছে।

গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। যতই সময় যাচ্ছে, ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে।’

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির নেতাদের বক্তব্যে এটা আসছে যে জামায়াত নির্বাচন পেছাতে চায়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এমন বক্তব্য অবশ্য বিএনপি আরও আগে থেকেই দিয়ে আসছে।

এর আগের দিন শনিবার বিএনপির মহাসচিব জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন, সেটা আপনারা করেছেন।’

পাল্টা বক্তব্য এসেছে জামায়াতের দিক থেকেও। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের গতকাল বিকেলে ঢাকায় এক সেমিনারে বলেছেন, ‘বিএনপি ভেতরে-ভেতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে। যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা, আমরা সংস্কারে বন্ধ করতে চেয়েছিলাম, এগুলো ওনারা বন্ধ করতে দিচ্ছেন না।’

অবশ্য সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মুহাম্মদ তাহের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপি যতই উসকানি দিক, জামায়াত বিএনপির সঙ্গে বিরোধে জড়াতে চায় না। মানুষের মধ্যে একধরনের আতঙ্ক আছে। মানুষের মধ্যে আতঙ্ক দূর করে স্পষ্ট করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সুতরাং আসুন আমরা সব ভুলে আলোচনায় বসি।’

বিশ্লেষকেরা মনে করছেন, বিএনপি ও জামায়াতের মধ্যে এই মুখোমুখি অবস্থা চলতে থাকলে রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ প্রথম আলোকে বলেন, একটা চরম অনৈক্যের পরিস্থিতি তৈরি হয়েছে। এটি রাষ্ট্রের জন্য সুখকর নয়। যে রাজনৈতিক দলগুলো জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত ছিল, তারা কীভাবে হারানো ঐক্য ফিরে পেতে পারে, সেটি অন্তর্দৃষ্টি দিয়ে দেখা দরকার।

সম্পর্কিত নিবন্ধ