২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচি
Published: 16th, June 2025 GMT
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী ২৩ জুন পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৩০ জুলাই।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এই পরীক্ষার সংশোধিত সময়সূচি ৩ জুন প্রকাশ করা হয়। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে।
পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দেখাতে হবে। পরীক্ষার জরুরি তথ্য পেতে প্রতিদিন অন্তত তিনবার (সকাল, দুপুর, রাত) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে পরীক্ষার্থীর। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।
পরীক্ষার কোড: ১১০২। পরীক্ষা আরম্ভের সময়: বেলা ২টা।
কোন পরীক্ষা কবে২৩ জুন: বাংলা জাতীয় ভাষা (১৩১০০১)/ বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র (১৩১০০৩)—আবশি৵ক
২৪ জুন: মনোবিজ্ঞান (১২৩৪০১)/ক্রীড়াবিজ্ঞান (১২৪৬০১)— তৃতীয় পত্র
২৫ জুন: ইসলামিক স্টাডিজ (১২১৮০১)/অ্যাপ্লায়েড হোম ইকোনমিকস (১২৬০০৯)/ব্যবস্থাপনা (১২২৬০১)— তৃতীয় পত্র
২৬ জুন: বাংলা সাহিত্য (ঐচ্ছিক) (১২১০০১)/ইংরেজি (ঐচ্ছিক) (১২১১০৫)/বেসিক হোম ইকোনমিকস (১২৬০০১)/আরবি (১২১২০১)/পালি (১২১৪০১)/সংস্কৃত (১২১৩০১)— তৃতীয় পত্র
২৯ জুন: গণিত (১২৩৭০১)/উচ্চাঙ্গসংগীত (১২৪৫০১)/গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান (১২৩৮০১)— তৃতীয় পত্র
৩০ জুন: ভূগোল ও পরিবেশ (১২৩২০১)/জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন (১২৬০০৫)/হিসাববিজ্ঞান (১২২৫০১)— তৃতীয় পত্র
১ জুলাই: পরিসংখ্যান (১২৩৬০১)/রবীন্দ্রসংগীত (১২৪৫০৩/নজরুলসংগীত (১২৪৫০৫)/লোকসংগীত (১২৪৫০৭)—তৃতীয় পত্র
২ জুলাই: ইতিহাস (১২১৫০১)/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১২১৬০১)/রসায়ন (১২২৮০১)—তৃতীয় পত্র
৩ জুলাই: অর্থনীতি (১২২২০১)/প্রাণিবিজ্ঞান (১২৩১০১)— তৃতীয় পত্র
৭ জুলাই: রাষ্ট্রবিজ্ঞান (১২১৯০১)/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (১২২৪০১)/উদ্ভিদবিজ্ঞান (১২৩০০১)— তৃতীয় পত্র
৮ জুলাই: গার্হস্থ্য অর্থনীতি (১২৩৫০১)/ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ (১২৫১০১)—তৃতীয় পত্র
১০ জুলাই: দর্শন (১২১৭০১)/মৃত্তিকাবিজ্ঞান (১২৩৩০১)—তৃতীয় পত্র
১৪ জুলাই: সমাজবিজ্ঞান (১২২০০১)/সমাজকর্ম (১২২১০১)/মার্কেটিং (১২২৩০১)/পদার্থবিজ্ঞান (১২২৭০১)— তৃতীয় পত্র
১৫ জুলাই: অর্থনীতি (১২২২০৩)/প্রাণিবিজ্ঞান (১২৩১০৩)— চতুর্থ পত্র
১৬ জুলাই: ইসলামিক স্টাডিজ (১২১৮০৩)/অ্যাপ্লায়েড হোম ইকোনমিকস (১৮৬০১১)/মার্কেটিং (১২২৩০৩)— চতুর্থ পত্র
১৭ জুলাই: ইতিহাস (১২১৫০৩)/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১২১৬০৩)/রসায়ন (১২২৮০৩)/হিসাববিজ্ঞান (১২২৫০৩)—চতুর্থ পত্র
২০ জুলাই: দর্শন (১২১৭০৩)/মৃত্তিকাবিজ্ঞান (১২৩৩০৩)— চতুর্থ পত্র
২১ জুলাই: সমাজবিজ্ঞান (১২২০০৩)/সমাজকর্ম (১২২১০৩)/পদার্থবিজ্ঞান (১২২৭০৩)—চতুর্থ পত্র
২২ জুলাই: রাষ্ট্রবিজ্ঞান (১২১৯০৩)/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (১২২৪০৩)/উদ্ভিদবিজ্ঞান (১২৩০০৩)— চতুর্থ পত্র
২৩ জুলাই: ভূগোল ও পরিবেশ (১২৩২০৩)/জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন (১২৬০০৭)— চতুর্থ পত্র
২৪ জুলাই: মনোবিজ্ঞান (১২৩৪০৩)/ক্রীড়াবিজ্ঞান (১২৪৬০৩)/ব্যবস্থাপনা (১২২৬০৩)— চতুর্থ পত্র
২৭ জুলাই: গণিত (১২৩৭০৩)/উচ্চাঙ্গসংগীত (ব্যবহারিক) (১২৪৫০২)/গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান (১২৩৮০৩)— চতুর্থ পত্র
২৮ জুলাই: বাংলা সাহিত্য (ঐচ্ছিক) (১২১০০৩)/ইংরেজি (ঐচ্ছিক) (১২১১০৭)/বেসিক হোম ইকোনমিকস (১২৬০০৩)/আরবি (১২১২০৩)/পালি (১২১৪০৩)/সংস্কৃত (১২১৩০৩)— চতুর্থ পত্র
২৯ জুলাই: গার্হস্থ্য অর্থনীতি (১২৩৫০৩)/ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ (১২৫১০৩)— চতুর্থ পত্র
৩০ জুলাই: পরিসংখ্যান (১২৩৬০৩)/রবীন্দ্রসংগীত (ব্যবহারিক) (১২৪৫০৪)/নজরুলসংগীত (ব্যবহারিক) (১২৪৫০৬)/লোকসংগীত (ব্যবহারিক) (১২৪৫০৮)—চতুর্থ পত্র
* জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন:
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স শ ধ ত সময়স চ পর ক ষ র স ব যবহ র ক ইসল ম
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী
২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।
আবেদন ফি ৪০০ টাকা
ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।
আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগেআবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।
বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫