শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদরাসা ছাত্র ইয়াসিন হত্যার বিচার চেয়েছে উপজেলা বিএনপি। তাদের দাবি, ছাত্রদলের নাম ভাঙিয়ে রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা তাকে হত্যা করেছে।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলা চত্বরে সংবাদ সম্মেলনে এমনটি জানান উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন। 

তিনি বলেন, “ইয়াসিন আহমেদ ফারদিন কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। সে মাদরাসার ছাত্র ছিল। তাকে পরিকল্পিতভাবে ছাত্রদলের নাম ভাঙিয়ে আওয়ামী লীগের দোসররা হত্যা করেছে। এটা ছিল রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তারের ধারাবাহিকতা।” 

আরো পড়ুন:

লঞ্চের ডেকে টাকা তুলছিলেন বিএনপির কর্মী, যাত্রীদের পিটুনি

‘দুর্বল যারা, তারাই পুলিশের ওপর সওয়ার হয়’

তিনি বলেন, “আমরা এই নির্মম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

বিএনপির এই নেতা বলেন, “হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় স্থানীয়রা জানেন। আওয়ামী লীগের দোসররা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। একটি পক্ষ এই ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করতে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করছে। আমরা চাই, প্রশাসন তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুক।” 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাশেম ঢালী, মো.

আসলাম হোসেন মাঝী, বি.এম মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ ছৈয়াল, আখতার হোসেন রাড়ী, মো. দুলাল সরদার, আনিসুর রহমান স্বপন সরদার, ভেদরগঞ্জ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেকান্দার তালুকদার, মিন্টু বেপারি, আলম চৌকিদার, সিদ্দিকুর রহমান সিদ্দিক বেপারি।

স্থানীয় সূত্রে জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ জুন (বৃহস্পতিবার) রাতে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায ইয়াসিনসহ অন্তত ১০ জন গুরুত্বর আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইয়াসিনকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার অরোরা স্পেলাইজড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রবিবার (১৫ জুন) সকালে জানাজা শেষে ইয়াসিনকে ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ঢাকা/সাইফুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ল গ র দ সরর ভ দরগঞ জ ব এনপ র র রহম ন উপজ ল

এছাড়াও পড়ুন:

মাইলস্টোন ট্র্যাজেডি: শরীয়তপুরের ২ শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে প্রথমে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি গ্রামে আব্দুল্লাহ ছামীম এবং পরবর্তীতে নারায়ণপুর গ্রামে আয়মানের কবরে শ্রদ্ধা জানান তারা। 

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে সব সময় থাকার আশ্বাস দেন বাহিনীটির উইং কমান্ডার আল-আমিন।

আরো পড়ুন:

মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাহুল-শ্রদ্ধার ছবি ভাইরাল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন রাভিনার

বিমান বাহিনীর উইং কমান্ডার আল-আমিন বলেন, “আমাদের সামরিক বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পর্যায়ক্রমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে।”

গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্ত হয়। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কুলটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম। একই ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর মারা যান চর্তুথ শ্রেণির শিক্ষার্থী আয়মান। তাদের দুইজনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • মাইলস্টোন ট্র্যাজেডি: শরীয়তপুরের ২ শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা