বাজেটের প্রায় ৩৫ ভাগ চলে যাবে সুদ এবং আমলাতন্ত্র পুষতে: ফরহাদ মজহার
Published: 19th, June 2025 GMT
এই লেখক বলেন, ‘বাজেটের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার মধ্যে প্রায় ৩ লাখ কোটি টাকা দিয়ে দিচ্ছি সুদ এবং আমলাতন্ত্রকে পোষার জন্য। এই আমলাতন্ত্র উৎপাদনে, অর্থনীতিতে কোনো অবদান রাখে না, উল্টো বাধা দেয়। বাজারব্যবস্থার স্বতঃস্ফূর্ত গতিশীলতাকে ব্যবহার করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ঢোকার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমলাতন্ত্র। সেই আমলাতন্ত্রের খরচের সঙ্গে সুদের পরিমাণ যোগ করলে বাজেটের প্রায় ৩৫ ভাগ টাকা দিয়ে দিতে হচ্ছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত বাজেট সংলাপ ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার এ কথাগুলো বলেন। জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জুলাই গণ–অভ্যুত্থানের পর কালোটাকা সাদা হয় কোন যুক্তিতে, প্রশ্ন রেখে তিনি বলেন, কালোটাকাকে সাদা করার সুযোগ বন্ধ করতে হবে। গণ–অভ্যুত্থানের পর এই সুযোগ রাখার কোনো যুক্তি নেই।
ফরহাদ মজহার বলেন, এই সরকার সেই অর্থে ক্ষমতাধর সরকার নয়। ফলে অনেক জিনিস চাইলেই তারা করতে পারবে না। তাই এই সরকারের কাছ থেকে বড় কোনো বাজেট প্রত্যাশা করা হয়নি। বেশি কিছু আশা করাও ঠিক হবে না।
সেনাবাহিনীর জন্য, জাতীয় প্রতিরক্ষার জন্য কীভাবে, কত টাকা খরচ করা হচ্ছে বাজেটে তার কোনো স্পষ্ট উল্লেখ নেই বলে জানান ফরহাদ মজহার। তিনি বলেন, ‘আমাদের এদিকে মিয়ানমার, ওদিকে ভারত। তার মধ্যে যদি টিকে থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদের জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। আর তা করতে হলে এর জন্য খরচ আছে। এটি হলো ন্যায্য খরচ। সেই খরচ কীভাবে, কার কাছে থেকে তুলব, কে দিবে? সীমান্তে ভারত বা মিয়ানমার আক্রমণ করলে কী করে নিজেকে রক্ষা করব? কিন্তু বাজেটে বলা নেই, কী করে সেই নিরাপত্তা পাচ্ছি। এই যে খরচটা কোথায় কী জন্য করছি, সেটি লুকিয়ে রাখা হয়। এটি খারাপ লক্ষণ।’
অধ্যাপক ইউনূসের থ্রি জিরো তত্ত্ব নিয়ে ফরহাদ মজহার বলেন, ‘ড.
অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ফ্যাসিস্ট রেজিমের কাঠামোর ওপরে ঘষামাজা করেই অন্তর্বর্তী সরকারের বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট প্রণয়নে অংশীজনদের সঙ্গে পরামর্শ করা উচিত হলেও সেটি করা হয়নি। যৌক্তিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেই বাজেট চূড়ান্ত করার দাবি জানিয়েছেন তিনি।
বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন এই জামায়াত নেতা।
নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের নির্বাহী পরিচালক সাদেক রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কলামিস্ট ও অর্থনীতিবিদ অধ্যাপক মিজানুর রহমান, প্রাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেওয়ান মো. সাজ্জাদ, এফবিসিসিআই পরিচালক হাজী মো. এনায়েত উল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফরহ দ মজহ র র জন য সরক র
এছাড়াও পড়ুন:
ছোট চুলের ট্রেন্ডি ‘হেয়ার কাট’
সামনেই দুর্গাপূজা - এই সময় হেয়ার কাট পাল্টে নিতে চাইছেন? চুল যদি ছোট করে ছাঁটতে চান, তা হলে জেনে নিন কী কী ‘হেয়ারকাট’ এখন চলছে।
ব্লান্ট বব
আরো পড়ুন:
উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার
‘স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্রের অবসান হয়নি’
ছোট চুলের জন্য খুবই ভাল ব্লান্ট বব। গরমের দিনে খুবই আরামদায়ক এই চুলের ছাঁট। মুখের গড়নের সঙ্গে মানানসই করে ছাঁটা হয় চুল। আবার ব্লান্ট লবও খুব জনপ্রিয় এখন কমবয়সিদের মধ্যে। ছোট ছোট লেয়ার থাকে পুরো হেয়ার কাটে।
বব কাট
যদি আপনার একদম ছোট করে চুল কাটা পছন্দ না হয়, আবার কাঁধ ছাপানো চুল রাখতেও চাইছেন না, তা হলে লং বব হেয়ার কাট করতেই পারেন। কাঁধের ইঞ্চি দুয়েক উপর পর্যন্ত বব কাটা হয়।
লেয়ার বব
ঘন চুলে বিভিন্ন ধরনের স্টাইল করা সবচেয়ে সহজ৷ সামনের দিকে লম্বা লেয়ারের বব আর পিছনে একটু ছোট লেয়ারে বব করলে দেখতে ভাল লাগবে। পানপাতা বা ডিম্বাকৃতি মুখে এ ধরনের চুলের ছাঁট খুব ভাল মানায়।
অ্যাঙ্গুলার লব
চুল যদি কোঁকড়ানো হয়, তা হলে সঠিক যত্ন নেওয়া কঠিন। এমন ভাবে চুল ছাঁটুন, যাতে অনেকগুলি লেয়ার থাকে৷ এই লেয়ারগুলো মুখের দু’পাশে হালকা ভাবে থাকবে৷ অ্যাঙ্গুলার লবও করতে পারেন, তাতে সামনের দিকের লেয়ারগুলি লম্বা হবে, পিছনে ছোট হয়ে যাবে৷
পিক্সি কাট
একটু অন্য রকম চুলের ছাঁট চাইলে, পিক্সি কাটতে পারেন। তবে এই হেয়ারকাট সকলের জন্য নয়। খুব ছোট করে ছেলেদের মতো চুল ছাঁটা হয়। মুখের গড়ন, ব্যক্তিত্ব, পোশাকের ধরনের সঙ্গে মানানসই হতে হবে।
ক্রপড লেয়ারও ছোট চুলের জন্য বেশ ভাল। লেয়ার শুধু বড় চুলের জন্য হতে হবে, এমন নয়। তুলনামূলক ছোট চুলেও লেয়ার কাট খুব মানানসই।
ঢাকা/লিপি