ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের আহ্বান ৯ ইইউ দেশের
Published: 19th, June 2025 GMT
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নয়টি দেশ। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক চিঠির ভিত্তিতে ইউরোপীয় কমিশনের কাছে এই আহ্বান জানিয়েছে নয়টি দেশ।
প্রতিবেদনে বলা হয়, ইইউর পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাসকে পাঠানো চিঠিতে বেলজিয়াম, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা স্বাক্ষর করেছেন।
ইইউ ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যা তাদের মোট পণ্য বাণিজ্যের প্রায় এক তৃতীয়াংশ। গত বছর ব্লক এবং ইসরায়েলের মধ্যে দ্বিমুখী পণ্য বাণিজ্য ছিল ৪২.
চিঠিতে মন্ত্রীরা ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের উপদেষ্টা মতামতের দিকে ইঙ্গিত করেন। সেখানে বলা হয়, ফিলিস্তিনি অঞ্চলে বসতি স্থাপন এবং ইসরায়েলের দখল অবৈধ।
এতে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাণিজ্য সম্পর্ক বন্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে জিসান-রাব্বী-তোফায়েল
দ্বিতীয়বারের মতো ‘টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ’ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই প্রতিযোগিতার জন্য সোমবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য অধিনায়ক করা হয়েছে কাজী নুরুল হাসান সোহানকে। এই দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম, হাসান মাহমুদ। সবশেষ জাতীয় দলের স্কোয়াডে ছিলেন দুই ক্রিকেটার।
এছাড়া তরুণ ক্রিকেটারদের মধ্যে জিসান আলম, তোফায়েল আহমেদ, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বী, মুশফিক হাসান ও রিপন মন্ডলকেও রাখা হয়েছে।
বাংলাদেশ ‘এ’ দল আগামী ৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিবে। এই সিরিজে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে পাকিস্তান শাহীনস (‘এ’ দল) ও নেপালের ‘এ’ দল। এছাড়া থাকবে অস্ট্রেলিয়ার পার্থ স্কচার্স, নর্দান টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স।
৯ আগস্ট বাংলাদেশ দল ডারউইনে পৌঁছবে। ১৪ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। এরপর ১৬ আগস্ট খেলবে নেপালের বিপক্ষে। ১৭, ১৯, ২১, ২৩ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ পার্থ স্কচার্স, নর্দান টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স। প্রতিটি ম্যাচ হবে ডারউইনে।
২৪ আগস্ট একই দিনে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি প্রতিযোগিতার পর বাংলাদেশ ‘এ’ দল একটি চারদিনের ম্যাচ খেলবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড:
কাজী নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, জিসান আলম, মাহিদুল ইসলাম ভূইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বী, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
ঢাকা/ইয়াসিন/আমিনুল