সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে
Published: 28th, June 2025 GMT
সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে আয়োজনের প্রথম পর্ব। এতে বক্তব্য দিচ্ছেন সারাদেশ থেকে আসা জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।
আজ দুপুর ২টায় শুরু হবে মহাসমাবেশের মূলপর্ব। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সকাল থেকে বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছেন।
শাহবাগ থেকে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। তবে টিএসসি সংলগ্ন গেট বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি হচ্ছে বলে জানান সমাবেশে আসা নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে