দীর্ঘমেয়াদী এক  অসুখে ভুগছেন ছোটপর্দার তারকা অভিনেতা ফারহান আহমেদ জোভান। গত শনিবার দিবাগত রাতে সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। 
 জোভান জানান, দীর্ঘদিন ধরে তিনি মাইগ্রেনে আক্রান্ত। অভিনেতা তাঁর পোস্টে এ ধরনের অসুস্থতায় আক্রান্তদের বাড়তি যতœ কিংবা সচেতনতা তৈরিরও বিশেষ বার্তা দেন।
 ওই পোস্টে একটি ছবি শেয়ার করে জোভান বলেন, ‘আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই-বা কয়দিন?’
যোগ করে বলেন, ‘বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যথা করে, আবার বেশি শীত পড়লেও মাথা ব্যথা করে! এখন বৃষ্টির সিজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যথা করে! মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে! একটু এদিক-সেদিক হলেই ব্যথা এসে হাজির!’ সবশেষে অভিনেতা বলেন, ‘তাই বলছি যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।’
 ওই পোষ্টে  ভক্ত ও সহকর্মীরা সহানুভূতি জানিয়ে অভিনেতার সুস্থতা কামনা করেছেন। 
বলা দরকার, ২০১১ সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন জোভান। আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন তিনি। একের পর এক নাটকে অভিনয়ের মাধ্যমে জয় করে নেন দর্শকের হৃদয়। গত ঈদে তাঁর অভিনীত ‘আশিকী’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে কয়েক সপ্তাহ শীর্ষে ছিল। এতে তাঁর বীপরীতে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। 
  
  
উৎস: Samakal
কীওয়ার্ড: অভ ন ত
এছাড়াও পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে হুম্মাম কাদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরবর্তীতে গুম করা হয় তার পুত্র হুম্মাম কাদের চৌধুরীকে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। গত ১৫ বছর এই আসনে সাংসদ ছিলেন আওয়ামী লীগের ড. হাসান মাহমুদ।
ঢাকা/রেজাউল/এস