যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে অন্তত ২০ বছর কারাগারে ছিলেন এমন ৫৬ বন্দিকে মুক্তি দিয়েছে সরকার। ‘টুয়েন্টি ইয়ারস রুল’ নামে পরিচিত বিধির আওতায় তাদের অবশিষ্ট সাজা মওকুফ করা হয়। মঙ্গলবার দেশের বিভিন্ন কারাগার থেকে তারা মুক্তি পাওয়া শুরু করেছেন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ সমকালকে বলেন, যাবজ্জীবন সাজা ৩০ বছরের। এর মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর সাজা ভোগ করেছেন, তাদের থেকে নির্বাচিত কিছু বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে মামলার ধরন, গুরুত্ব, বন্দির আচরণ, শৃঙ্খলা রক্ষাসহ বেশকিছু বিষয় বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। যাচাই–বাছাই শেষে উপযুক্ত বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার। গুরুত্বপূর্ণ বা চাঞ্চল্যকর নয়– এমন মামলায় দণ্ডিতরাই এ ধরনের সাজা মওকুফের আওতায় আসেন।

কারা সূত্র জানায়, কারাবিধি ৫৬৯ অনুযায়ী এবং ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার ক্ষমতাবলে সরকার ২০ বছর সাজা ভোগ করা বন্দিদের মধ্যে ৫৬ জনের অবশিষ্ট সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক র বন দ সরক র সরক র

এছাড়াও পড়ুন:

৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৪–২৫ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য এই অনুদান দেওয়া হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে ১২টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০টি।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ৭৫ লাখ টাকা। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ২০ লাখ টাকা করে।

অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো—রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্য টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা ও জুঁই।

অনুদানের জন্য মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো—মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।

সম্পর্কিত নিবন্ধ