জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
Published: 1st, July 2025 GMT
জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক সুস্মিতা পাইককে সভাপতি আর উপপরিচালক মোহাম্মদ তৌহিদ খানকে মহাসচিব করে জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ সভায় নতুন কমিটির সভাপতি হিসেবে কমিশনের উপপরিচালক সুস্মিতা পাইক আর মহাসচিব হিসেবে উপপরিচালক মোহাম্মদ তৌহিদ খানের নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
এ ছাড়া সহসভাপতি পদে ফারজানা নাজনীন, যুগ্ম মহাসচিব পদে মো.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটি জাতীয় মানবাধিকার কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে মেধা ও প্রতিভাকে পূর্ণরূপে কাজে লাগানো, কাজের পরিবেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধ প্রয়াস এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে স্বার্থ সংরক্ষণ তথা সার্বিক কল্যাণ সাধনে নিয়মতান্ত্রিক উদ্যোগ গ্রহণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। ভবিষ্যতে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক ভূমিকা পালনে কমিটির নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।
২০২৩ সালের ১৮ জুন রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে সব কর্মকর্তার উপস্থিতিতে এক সাধারণ সভার মধ্য দিয়ে এই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৮ জুন প্রথম কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
রাজধানীতে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশের সড়কে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদশা প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে তিনটার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশের সড়কে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুই তরুণকে উদ্ধার করা হয়। তাঁদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এসআই বাদশা আরও বলেন, ধারণা করা হচ্ছে নিহত দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
পুলিশের এই উপপরিদর্শক বলেন, দুর্ঘটনার স্থানটি কাফরুল থানা এলাকায় হওয়ায় ওই থানার পুলিশ ঘটনাটি দেখছে। মাইক্রোবাস ও মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।