Samakal:
2025-09-18@07:08:58 GMT

বৃষ্টিযাপন

Published: 3rd, July 2025 GMT

বৃষ্টিযাপন

যখন ছোট ছিলাম, বর্ষাকালে বৃষ্টির জন্য আমার মনে একটা অপেক্ষা কাজ করত। আমাদের বাড়ি ছিল চুয়াডাঙ্গা শহরে। বাড়ির সামনে উঠান ছিল, অনতিদূরে জলাশয়। আমার বন্ধুবান্ধবও নেহাত কম ছিল না। তারাও বৃষ্টিপাগল। একবার ভিজতে শুরু করলে সময়ের হিসাব থাকত না। দূর থেকে মা একসময় ডাকতে থাকতেন, এখনই চলে আয়, আয় বলছি! বাড়িতে গিয়েও বকুনি খেতাম। এখন ভাবি, আমাদের লালনপালনে সারাক্ষণ ব্যস্ত থাকা মায়ের সেই বকুনিতে কত মমতা জড়িয়ে থাকত। তাদের উদ্বেগ, বৃষ্টিতে ভিজলে অসুখ হবে। 
অসুখ হওয়ার আশঙ্কা মিথ্যা নয়। তবে বৃষ্টিতে ভেজাসহ প্রাকৃতিক অনুষঙ্গগুলো যাপনের ভেতর দিয়ে প্রকৃতির সঙ্গে যে আত্মীয়তা হয়, তা না হলে কারও পক্ষে শিল্পী হওয়া যে কঠিন! এখনও যখন চারুকলায় বৃষ্টি নামে, দেখি ছাত্রছাত্রীরা ক্লাস ফেলে নেমে যাচ্ছে উঠানে। আমরা নিষেধ করি না। সেখানে ঘাসের মাদুরে পা রেখে তারা ভিজতে ভিজতে হেঁটে বেড়ায়, দৌড়োয়, নাচে। কত কথা, কত গানের ভেতর দিয়েই-না তাদের উচ্ছ্বাস প্রকাশ পায়। কেউ কেউ চলে যায় চারুকলার ছাদে। কখনও আমরাও থাকি। সেখানেও একই কাণ্ড। ওদের উৎসব বাঁধ মানে না। ছেলে-মেয়ে, ছোট-বড়– মিলনমেলা ডেকে আনে বৃষ্টি। বিদেশি ছাত্রছাত্রীও ভেজে। ওদের ঠান্ডা লেগে যায়। আসলে জলবায়ুর সঙ্গে দৈহিক অভ্যস্ততার তো একটা যোগ আছে। 
একসঙ্গে যখন ভিজে সবাই, ওদের দেখে আমি দূর শৈশবের সেইসব সেই নিষ্পাপ-নির্ভার দিনে ফিরে যাই। বৃষ্টিতে ভিজে ভিজে বন্ধুরা কত রকম দেশীয় খেলাই-না খেলেছি। কাছেই যে জলাশয় ছিল, সেখানে বৃষ্টির ফোঁটা পড়লে মাছেরা ওপরে উঠে আসত। দুরন্তও ছিলাম। এই মাছ ধরছি তো ওই গাছে উঠছি। ভেজা গাছের ভেজা ডাল। গাছ থেকে লাফিয়ে পড়তাম জলে। সহজ আনন্দ। বিপদ হতে পারত না তা নয়। মা-বাবার ভয় তো এখানেই। হয়নি তেমন কিছু। হলেও-বা কী। একটা অবাধ স্বাধীনতা উদযাপনের উপলক্ষ নিয়ে আসত বৃষ্টি। আনন্দ হতো খুব। এমন আনন্দের জন্য একটা অপেক্ষা তো থাকবেই! 
তরুণ বয়সের একটি বৃষ্টিদিনের কথা মনে পড়ে। চুয়াডাঙ্গা থেকে দৌলতদিয়ায় এসেছিলাম, ফেরি ধরব। ফেরিতে ওঠার পর প্রবল বৃষ্টি। সেই বৃষ্টির ভেতর আমরা নদী পার হতে থাকি। কুয়াশায় যেমন চারদিক ঢেকে যায়, সেদিন বৃষ্টিতে তেমন চারপাশ ঝাপসা হয়ে উঠেছিল। অনেক স্মৃতিই মনে নেই স্পষ্ট। তবে অনুভবগুলো থেকে যায়। আমার ক্ষেত্রেও হয়েছে তাই। ঘটনা মিশে গেছে, অনুভব জেগে আছে। 
শৈশবে যে বৃষ্টি আনন্দের ও অপেক্ষার, তারুণ্যে সেই বৃষ্টি হৃদয়ে হাহাকারও কি জাগায় না? জাগায়। তবে তেমন হাহাকার জাগতে দেওয়ার সুযোগ খুব একটা দিয়েছি কি আমি? দিইনি বোধহয়। দেশে থাকতেও পড়াশোনা, আঁকা নিয়ে ব্যস্ত থাকতাম। জাপানে যখন ছিলাম, বিদেশ হওয়ায় সেখানে একটা বাড়তি সংগ্রাম ছিল, তাই সেখানেও কোনো হাহাকারকে প্রশ্রয় দেওয়ার সময়-সুযোগ গ্রহণ করিনি। ব্যস্ত থেকেছি কাজে। অন্যরকম একটা মানবিক টানাপোড়েন ছিল। দেশে যখন দেখি, প্রেমিক-প্রেমিকা রিকশায় চড়ে বৃষ্টিতে ভিজছে, খুব ভালো লাগে। এমনটা করা হয়ে ওঠেনি আমার। আমাদের দেশের তরুণ-তরুণী কিন্তু প্রকৃতির সঙ্গে মিলেমিশে ভালোবাসা যাপন করতে জানে। এমনটা আমি দেশের বাইরে খুব কম দেখেছি।

আমার শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য অংশ আমি কাটিয়েছি জাপানে। সেখানে টোকিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলে থাকতাম। আমার ঘর থেকে সমুদ্র দেখা যেত। সাগরিক বৃষ্টি দেখেছি। জাপান ও বাংলাদেশের প্রকৃতিতে অনেক মিল যেমন আছে, অমিলও আছে। বৃষ্টি তো কম বা বেশি পৃথিবীর সব দেশেই হয়, অমিলটা তৈরি হয় বৃষ্টির ধরনে। আমাদের দেশে মুষলধারে বৃষ্টি হয়। কিন্তু জাপানে এমন মুষলধারে বৃষ্টি আমি দেখিনি। আমাদের দেশে যখন সাগরে ঘূর্ণিঝড় ঘনায়, তখন সারাদেশে যেমন একটানা ইলশেগুঁড়ি লেগেই থাকে, জাপানের বৃষ্টি অনেকটা তেমন। বাংলাদেশে বৃষ্টির পর আবার রোদ ওঠে। কিন্তু ওই দেশে এমন ব্যাপার নেই। ঝরছে তো ঝরছেই, ঝরা থামলেও রোদ হাসবে, তেমন প্রকৃতি নয়। এই ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গেই, ঋতুভেদে, জাপানের তুষারপাত সম্পর্কিত। দেশটা ঠান্ডা বলেই তো সেই ঝিরিপতন তুন্দ্রাকণায় রূপ নিয়ে নেয়। বৃষ্টির একটি সুন্দর নাম আছে জাপানে। আমেফুরু! আমাদের দেশে শীতকাল শুরুর আগে একবার বৃষ্টি হয়, সেই বৃষ্টি শীত নামায়, এরপর গোটা শীতকাল থাকে শুষ্ক, বৃষ্টি আর হয় না। কিন্তু জাপানে? শীতকালেও বৃষ্টি হয় আর ওটাই বোধহয় সে দেশের মানুষকে, বৃষ্টিকে খুব একটা ভালোবাসতে দেয়নি। জাপানে ওই কাঁপানো শীতে যখন বৃষ্টি ঝরতে শুরু করে, ওরা বিরক্তই হয়। স্বাভাবিক। আমাদের দেশ নিরক্ষীয় হলেও গ্রীষ্মপ্রধান। এখানে বৃষ্টির আদর কিছুটা ভিন্ন তো হবেই। সে তো এখানে স্বস্তি নিয়ে আসে। বৃষ্টি নিয়ে ভাবালুতা আমাদের দেশেই তুলনামূলক বেশি। অন্যথা হলে আমাদের আবেগের কাঁটাও হয়তো আরেকদিকে হেলে পড়ত। যা হোক, আমি মুষলধারে বৃষ্টির দেশের ছেলে। জাপানও আমার কাছে দ্বিতীয় স্বদেশতুল্য। দুই দেশের বৃষ্টির আলাদা দুটি ধরন। দুটিই আমার ভালো লেগেছে। আমার ছবির জগতে প্রকৃতি, পরিবেশ অনুষঙ্গ হয়ে এলেও বৃষ্টি কি সেভাবে এসেছে? হয়তো আরও মনোযোগ পেতে পারত। বৃষ্টিপ্রধান ছবি তেমন আঁকা হয়ে উঠল না। হয়তো হবে ভবিষ্যতে। কারণ, বৃষ্টি আমার চিত্রকর সত্তাকে স্পর্শ করেছে তো বটেই। হয়তো কখনও ভেতরে পর্যাপ্ত বিভব জমবে এবং আঁকা হবে বৃষ্টির ছবি। v 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গল প আম দ র দ শ প রক ত আনন দ

এছাড়াও পড়ুন:

‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের ক্ষুদে ফুটবলার জিসানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয়রা ফুটবলে জিসানের দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে ‘ক্ষুদে ম্যারাডোনা’ বলে ডাকেন। 

তারেক রহমানের পক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিসানের গ্রামের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি জিসানের বাবা ও এলাকাবাসীকে এ খবরটি জানিয়ে আসেন।

উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসান। মাত্র ১০ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের অসাধারণ দক্ষতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সে। 

কখনও এক পায়ে, কখনও দু’পায়ে, কখনও পিঠে ফুটবল রেখে ঘণ্টার পর ঘণ্টা কসরত করে জিসান। দেখে মনে হবে, ফুটবল যেনো তার কথা শুনছে। এসব কসরতের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

অনলাইনে জিসানের ফুটবল নৈপুণ্য দেখে মুগ্ধ হন তারেক রহমান। তিনি জিসানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। তার পক্ষে গতকাল সোমবার বিকেলে জিসানের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 

জিসানকে উপহার হিসেবে বুট, জার্সি ও ফুটবলসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন তিনি। এছাড়া জিসানের পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

জিসানের ফুটবল খেলা নিজ চোখে দেখে মুগ্ধ আমিনুল হক বলেন, “জিসান ফুটবলে ন্যাচারাল ট্যালেন্ট। তারেক রহমান জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের সকল দায়িত্ব নিয়েছেন। তাছাড়া প্রতিমাসে জিসানের লেখাপড়া, ফুটবল প্রশিক্ষণ ও পরিবারের ব্যয়ভারের জন্য টাকা পাঠানো হবে।”

জিসান জানায়, মোবাইলে ম্যারাডোনা, মেসি ও রোনালদোর খেলা দেখে নিজেই ফুটবলের নানা কৌশল শিখেছে। নিজ চেষ্টায় সে এসব রপ্ত করেছে।

জিসানের বাবা জজ মিয়া বলেন, “আমি বিশ্বাস করতাম, একদিন না একদিন কেউ না কেউ আমার ছেলের পাশে দাঁড়াবে। আজ আমার সেই বিশ্বাস পূর্ণ হয়েছে।”

ঢাকা/রুমন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • মুখের অবাঞ্ছিত লোম দূর  করতে ডায়েটে যে পরিবর্তন আনতে পারেন
  • অনুষ্ঠান করে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
  • ‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান