বার্সাকে ‘ঘুরিয়ে’ অ্যাথলেটিকোয় নতুন চুক্তি নিকোর
Published: 4th, July 2025 GMT
নিকো উইলিয়ামসকে দলে নিতে উঠে পড়ে লেগেছিল বার্সেলোনা। তার রিলিজ ক্লজের ৫৮ মিলিয়ন ইউরো দিতে রাজি ছিল ক্লাবটি। ২২ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ডও স্বপ্নের ক্লাব বার্সায় যোগ দিতে মুখিয়ে ছিলেন।
কিন্তু বার্সা আর্থিক সক্ষমতার কারণে তার সঙ্গে চুক্তি করতে দেরি করেছে। সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়েছে তার শৈশবের ক্লাব অ্যাথলেটিকো বিলবাও। নিকো উইলিয়ামসের সঙ্গে ১০ বছরের নতুন চুক্তি করেছে অ্যাথলেটিকো।
নতুন চুক্তি অনুযায়ী, বিলবাওয়ে ২০৩৫ সাল পর্যন্ত থাকতে সম্মত হয়েছেন তিনি। তার রিলিজ ক্লজও বেড়ে আপাতত বার্সার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে, ৫০ শতাংশের বেশি বেড়েছে তার রিলিজ ক্লজ। অর্থাৎ ধারণা করা যায় নিকোর বর্তমান রিলিজ ক্লজ ১২০ মিলিয়ন ইউরোর কাছাকাছি।
চুক্তি নবায়ন করে নিকো বলেছেন, ‘যখন কোন সিদ্ধান্তে সামনে দাঁড়াবেন, আমার মতে- হৃদয়ের ডাক শোনা উচিত। আমি যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানেই আছি। আমাদের ভক্তদের সঙ্গে। অ্যাথলেটিকোয়, আমাদের ঘরে।’
নিকোকে হারিয়ে বার্সার আপাতত টার্গেট লিভারপুলের লুইস দিয়াজ ও ম্যানচেস্টার ইউনাইটেড-এর মার্কো রাশফোর্ডকে দলে নেওয়া। বার্সা এরই মধ্যে মৌসুমে হুয়ান গার্সিয়াকে দলে ভিড়িয়েছে। তারা রোনাল্ড আরাহো, ক্রিস্টিনসেন, মার্ক টের স্টেগানকে বিক্রি করে ফান্ড সংগ্রহ করতে চায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি