কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়ার স্কুল ও মাদ্রাসাপড়ুয়া চার কিশোর দুই দিন ধরে নিখোঁজ। কিশোরেরা পরস্পর আত্মীয়। গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা দেড়টার মধ্যে চার কিশোর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ রোববার বেলা ১১টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

পরিবারের লোকজন প্রথমে ধারণা করেছিল দল বেঁধে হয়তো কিশোরেরা কোথাও বেড়াতে গেছে। শুক্রবার রাত ১২টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় আত্মীয়স্বজনের বাসাবাড়িতে খোঁজখবর নেওয়া হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের ধারণা, মানবপাচারকারী কিংবা অপহরণ চক্রের কবলে পড়েছে কিশোরেরা।

নিখোঁজ কিশোরের একজনের বয়স ১৪ বছর, দুজনের ১৫ ও একজনের বয়স ১৬ বছর। এ ঘটনায় চার কিশোরের পরিবার গতকাল শনিবার রামু থানায় পৃথক চারটি নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করে। ডায়েরিতে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টার মধ্যে মণ্ডলপাড়া থেকে চার কিশোরের নিখোঁজ হওয়ার কথা বলা হলেও কেন নিখোঁজ তার উল্লেখ নেই।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

তৈয়বুর রহমান আজ বেলা পৌনে ১১টায় প্রথম আলোকে বলেন, নিখোঁজ চার কিশোরের সন্ধান মেলেনি। তবে ভোররাতে এক ব্যক্তি পুলিশকে জানান, কিশোরেরা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি ঘরে আছে। পুলিশ কিশোরদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

নিখোঁজ এক কিশোরের মামা প্রথম আলোকে বলেন, তারা একসঙ্গে কোথাও বেড়াতে গেছে বলে প্রথমে ধারণা করা হলেও দুই দিন ধরে নিখোঁজ থাকায় সন্দেহের সৃষ্টি হচ্ছে। কক্সবাজার ও চট্টগ্রামের আত্মীয়স্বজনের বাসাবাড়িতে গত দুই দিন খোঁজ নিয়ে হদিস পাওয়া যায়নি। চার কিশোর কারও প্রলোভনে পড়েছে কিংবা মানব পাচারকারীর খপ্পরে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র প রথম

এছাড়াও পড়ুন:

১৪৩ রানের ইনিংস বৈভব সূর্যবংশীর, একসঙ্গে ৩ রেকর্ড

বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর ব্যাটের ঝলক চলছেই। একের পর এক রেকর্ডও গড়ে চলেছেন ভারতের ১৪ বছর বয়সী ক্রিকেটার। আজ উস্টারের নিউ রোডে কাউন্টি গ্রাউন্ডে তিনি ঝড় তুলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ভারতের অনূর্ধ্ব–১৯ দলের যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে।  

আরও পড়ুনএবার ২০ বলে ফিফটি সূর্যবংশীর, ৯ ছক্কায় নতুন রেকর্ড ০২ জুলাই ২০২৫

টসে হেরে ভারতের হয়ে আইয়ুশ মাহাত্রের সঙ্গে ওপেন করতে নেমে ৭৮ বলে ১৪৩ রান করেছেন বৈভব। এই ইনিংসটি খেলে তিনি একই সঙ্গে ভেঙেছেন যুব ওয়ানডের তিনটি রেকর্ড। ১৪৩ রান করার পথে সেঞ্চুরি ছুঁয়েই জোড়া রেকর্ড গড়ে ফেলেন বৈভব।

যুব ওয়ানডেতে ভারতের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন বৈভব। তিনি ভেঙেছেন সরফরাজ খানের এক দশকের পুরোনো রেকর্ড। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে ১৫ বছর ৩৩৮ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন সরফরাজ। বৈভব সেঞ্চুরি করলেন ১৪ বছর ১০০ দিন বয়সে।

এটা তাঁকে পুরো বিশ্ব মিলিয়েই যুব ওয়ানডের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বানিয়ে দিয়েছে। যে রেকর্ডটি এত দিন ছিল বাংলাদেশের নাজমুল হোসেনের। ২০১৩ সালে তিনি সেঞ্চুরি করেছিলেন ১৪ বছর ২৪১ দিন বয়সে।

আরও পড়ুনইংল্যান্ডে কোহলির ‘১৮’ পরে প্রথম ম্যাচেই সূর্যবংশীর বেধড়ক পিটুনি২৮ জুন ২০২৫

১৩ চার ও ১০ ছক্কায় ৭৮ বলের ইনিংসটি খেলার পথে বৈভব সেঞ্চুরি করেছেন ৫২ বলে। ভেঙে ফেলেছেন তিনি যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড, যেটি এর আগে ছিল পাকিস্তানের কামরান গুলামের। ২০১৩ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ৫৩ বলে।

এর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচেও একটি রেকর্ড গড়েছিলেন বৈভব। সেই ম্যাচে ২০ বলে ফিফটি করা বৈভব খেলেছিলেন ৩১ বলে ৮৬ রানের ইনিংস। মেরেছিলেন ৯টি ছক্কা, যেটা যুব ওয়ানডেতে এক ম্যাচে ভারতের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ভালো থেকো, শান্তিতে থেকো’, বন্ধু এন্ড্রু কিশোরের প্রয়াণ দিবসে হানিফ সংকেত
  • বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে স্মৃতিকাতর হানিফ সংকেত
  • চিত্র, শব্দ ও সংলাপ একসঙ্গে তৈরি করছে বাইদুর এআই মডেল মিউজস্টিমার
  • দুই কোরীয় তারকার বিয়ে
  • ১৪৩ রানের ইনিংস বৈভব সূর্যবংশীর, একসঙ্গে ৩ রেকর্ড
  • ভাইরাল ভিডিও থেকে ভিনির প্রেমের গুঞ্জন
  • নড়াইলে একসঙ্গে তিন মেয়ের জন্ম দিলেন গৃহবধূ
  • পাকা চুল কালো করার ঘরোয়া উপায় জেনে নিন
  • ছয় দপ্তরের দায়িত্বভার একজনের কাঁধে