কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়ার স্কুল ও মাদ্রাসাপড়ুয়া চার কিশোর দুই দিন ধরে নিখোঁজ। কিশোরেরা পরস্পর আত্মীয়। গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা দেড়টার মধ্যে চার কিশোর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ রোববার বেলা ১১টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

পরিবারের লোকজন প্রথমে ধারণা করেছিল দল বেঁধে হয়তো কিশোরেরা কোথাও বেড়াতে গেছে। শুক্রবার রাত ১২টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় আত্মীয়স্বজনের বাসাবাড়িতে খোঁজখবর নেওয়া হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের ধারণা, মানবপাচারকারী কিংবা অপহরণ চক্রের কবলে পড়েছে কিশোরেরা।

নিখোঁজ কিশোরের একজনের বয়স ১৪ বছর, দুজনের ১৫ ও একজনের বয়স ১৬ বছর। এ ঘটনায় চার কিশোরের পরিবার গতকাল শনিবার রামু থানায় পৃথক চারটি নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করে। ডায়েরিতে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টার মধ্যে মণ্ডলপাড়া থেকে চার কিশোরের নিখোঁজ হওয়ার কথা বলা হলেও কেন নিখোঁজ তার উল্লেখ নেই।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

তৈয়বুর রহমান আজ বেলা পৌনে ১১টায় প্রথম আলোকে বলেন, নিখোঁজ চার কিশোরের সন্ধান মেলেনি। তবে ভোররাতে এক ব্যক্তি পুলিশকে জানান, কিশোরেরা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি ঘরে আছে। পুলিশ কিশোরদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

নিখোঁজ এক কিশোরের মামা প্রথম আলোকে বলেন, তারা একসঙ্গে কোথাও বেড়াতে গেছে বলে প্রথমে ধারণা করা হলেও দুই দিন ধরে নিখোঁজ থাকায় সন্দেহের সৃষ্টি হচ্ছে। কক্সবাজার ও চট্টগ্রামের আত্মীয়স্বজনের বাসাবাড়িতে গত দুই দিন খোঁজ নিয়ে হদিস পাওয়া যায়নি। চার কিশোর কারও প্রলোভনে পড়েছে কিংবা মানব পাচারকারীর খপ্পরে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র প রথম

এছাড়াও পড়ুন:

বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি

কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে ভারতীয় তারকা দম্পতি মাহি ভিজ ও জয় ভানুশালির ১৪ বছরের সংসার। এ খবর চাউর হওয়ার পরও নীরব ছিলেন এই দম্পতি। এর কিছুদিন পর খবর রটে, বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণের জন্য ৫ কোটি রুপি খোরপোষ দাবি করেছেন। এ নিয়ে শোবিজ অঙ্গনে যেমন জোর চর্চা চলছে, তেমনি সোশ্যাল মিডিয়াও সয়লাব। ফলে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মাহি ভিজ।    

এ পরিস্থিতিতে নীরবতা ভেঙেছেন ‘বালিকা বধু’খ্যাত মাহি ভিজি। একটি ভিডিও বার্তায় এই অভিনেত্রী বলেন, “আমি কোথাও পড়েছি, আমি নাকি ডিভোর্স পেপারে সই করেছি, এখন আমাকে সেই কাগজ দেখান। আমরা যতক্ষণ না নিজেরা কিছু বলছি, ততক্ষণ আপনারা আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখেন না। আমি জানি, আমরা পাবলিক ফিগার। কিন্তু আমরা যা বলতে চাই, শুধু সেটাই বলব। বাড়িতে আমার অসুস্থ মা আর তিনটি সন্তান আছে। যার মধ্যে দুইজন এখন সবকিছু বোঝে। এমনকি, খুশি (কন্যা) আমাকে মেসেজ করে বলেছে, ‘মা, এসব কী হচ্ছে! ওরা কেন আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছে?’ এসব নিয়ে বাচ্চারা স্কুলেও প্রশ্নের মুখে পড়ছে।” 

আরো পড়ুন:

হাসপাতালে ধর্মেন্দ্র

মধ্যরাতে শাহরুখের বাড়ির সামনে ভক্তদের ভিড়

খোরপোষের বিষয়ে ক্ষুব্ধ মাহি ভিজ বলেন, “আমাদের বাঁচতে দিন। আমরা তারকা বলেই সবকিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে হবে, এমন নয়। কেউ লিখেছে, ‘আমি নাকি ৫ কোটি রুপি খোরপোষ চেয়েছি।’ আমি বা জয় কি এটা বলেছি? যখন প্রমাণ হাতে পাবেন, তখন কথা বলবেন। আমি তো ঠিকমতো জানিই না খোরপোষ কী!”  

খানিকটা ব্যাখ্যা করে খোরপোষের বিষয়ে মাহি ভিজ বলেন, “আমার মতে, যদি একজন পুরুষ নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করে, তবে বিচ্ছেদের পর সেই অর্থে স্ত্রীর কোনো অধিকার নেই। খোরপোষ তখনই যুক্তিযুক্ত, যখন কোনো নারী সারাজীবন গৃহবধূ হিসেবে থেকেছেন এবং কখনো কাজ করেননি। কোনো নারী যদি কাজ করতে পারেন, তবে নিজেরই উপার্জন করা উচিত।” 

স্বামীর প্রশংসা করে মাহি ভিজ বলেন, “এ বিষয়ে আমার মুখ থেকে না শোনা পর্যন্ত কোনো কিছু বিশ্বাস করবেন না। আমাদের, আমাদের সন্তানদের ও বাবা-মায়ের গোপনীয়তাকে সম্মান করুন। অনুরোধ করছি, আমাদের একা থাকতে দিন। যদি মনে করি কিছু জানাতে হবে, আমরা নিজেরাই বলব। জয় আমার পরিবার, সে সবসময় আমার পরিবারই থাকবে। সে আমার সন্তানের জন্য দারুণ বাবা এবং একজন অসাধারণ মানুষ।” 

২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি ভিজ ও জয় ভানুশালি। খুব ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এ দম্পতির ‘তারা’ নামে একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন এই দম্পতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের
  • বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করলেন দুই বিদেশি পর্যটক
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • সব সিম লক রেখে কিস্তিতে স্মার্টফোন বিক্রির সুযোগ পাচ্ছে অপারেটররা
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • আগামী বছর নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
  • শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
  • শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?